• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ইরানের সঙ্গে আলোচনায় প্রস্তুত সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ জানুয়ারি ২০২০, ১০:৩১
সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান
সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান

ইরানের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রয়েছে সৌদি আরব। বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান এ কথা জানিয়েছেন। তিনি বলেন, তার দেশ ইরানের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ইরানের সঙ্গে আলোচনাকে স্বাগত জানাই, তবে শর্ত হলো বিভিন্ন গোষ্ঠীর প্রতি সহিংসতামূলক সহযোগিতা বন্ধ করতে হবে।

তিনি এমন সময় এই অভিযোগ করলেন যখন সৌদি আরব প্রতিবেশী দেশ ইয়েমেনে আগ্রাসন চালাচ্ছে এবং আইএসসহ বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন দিয়ে যাচ্ছে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আরও বলেন, বিশ্বের অনেক দেশ ইরানের সঙ্গে আমাদের আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের জন্য প্রস্তাব দিচ্ছে। আমরা এজন্য খুশি যে, ইরানের সঙ্গে সহিংসতা ও উত্তেজনা থেকে গোটা অঞ্চল বিরত থেকেছে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেছেন, তারা সৌদি আরবসহ পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী
হাসপাতালে সৌদি বাদশাহ
ইরানে ফের হামলা হলে ইসরায়েল বলে কিছু থাকবে না : রাইসি
তিন দিনের সফরে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানে 
X
Fresh