• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

করোনাভাইরাস ঠেকাতে চীনের উহানে গণপরিবহন চলাচল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ জানুয়ারি ২০২০, ১৩:৫৯
করোনাভাইরাস, চীন
যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে চীনের হুবেই প্রদেশের উহান শহরে গণপরিবহন চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। খবর যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসির।

উহানের বাসিন্দাদের এক সপ্তাহের মধ্যে শহরটির বাইরে না যাওয়ার জন্য বলা হয়েছে। অথচ আসন্ন চান্দ্র নববর্ষের ছুটি উপলক্ষে কয়েক লাখ মানুষ যাতায়াত করছেন।

এই ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করা হয় উহানে। ভাইরাসটি ইতোমধ্যে চীনের অন্যান্য অংশ এবং যুক্তরাষ্ট্রসহ বেশকিছু দেশে ছড়িয়ে পড়েছে।

মানুষ থেকে মানুষে ছড়ানো এই ভাইরাসে ইতোমধ্যে পাঁচ শতাধিক মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

এদিকে সুইজারল্যান্ডের জেনেভা শহরে দিনব্যাপী বৈঠক শেষে বিশ্বস্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) জরুরি কমিটি জানিয়েছে, এখনও বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

ডব্লিউিএইচও-এর মহাপরিচালক ড. টেড্রোস ঘেব্রেয়েসুস বলেন, করোনাভাইরাস ছড়ানোর বিষয়ে আরও তথ্য জানা দরকার। স্বাস্থ্য বিশেষজ্ঞদের কমিটি বৃহস্পতিবার আবার বৈঠক করবে।

বৈশ্বিক জরুরি অবস্থা হলো ডব্লিউএইচও সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা। এর আগে সোয়াইন ফ্লু, জিকা ভাইরাস এবং ইবোলা মোকাবেলায় জন্য বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলের বিরুদ্ধে ইরান একাই যথেষ্ট : চীন
বনানীতে চালু হলো চীনা ভিসা সেন্টার
নির্মাণাধীন ভবন থেকে পড়ে চীনা নাগরিকের মৃত্যু
গাজীপুরে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, চীনা নাগরিক নিহত
X
Fresh