logo
  • ঢাকা সোমবার, ০৬ এপ্রিল ২০২০, ২৩ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     ভারতে গত ২৪ ঘণ্টায় ৪৭২ জনসহ মোট আক্রান্ত ৩৩৭৪, মৃত্যু ১১ জনসহ বেড়ে ৭৯: স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ২৪ ঘণ্টায় দেশে একদিনে রেকর্ড সংখ্যক আক্রান্ত ১৮ জন, মৃত্যু ১, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৫ জন: স্বাস্থ্যমন্ত্রী। আক্রান্তের সংখ্যায় সবার উপরে যুক্তরাষ্ট্র যার সংখ্যা ৩ লাখ ৮ হাজার ৬০৮ জন, মৃত্যু হয়েছে ৮ হাজার ৩৯৭ জনের, বিশ্বব্যাপী মোট মৃত্যু ৬৪ হাজার ৬৬৭ জনের, সাড়ে ১২ লাখেরও বেশি মানুষ আক্রান্ত: ওয়ার্ল্ডোমিটার। সবচেয়ে খারাপ অবস্থা নিউইয়র্কের, আক্রান্ত ১ লাখ ১৪১৭৪, মৃত্যু ২৬২৪ জন: সিএএএন।

পর্যটকের সন্তান যুক্তরাষ্ট্রে জন্মালেই আর নাগরিকত্ব পাবে না

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২২ জানুয়ারি ২০২০, ২১:০৭
যুক্তরাষ্ট্র, হোয়াইট হাউস
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা নির্দেশনায় জন্মগত পর্যটনের ক্ষেত্রে পরিবর্তন আনতে যাচ্ছে। এর ফলে কোনও পর্যটকের সন্তান যুক্তরাষ্ট্রে জন্মালেই নাগরিকত্ব পাবে না। খবর দেশটির গণমাধ্যম সিএনএনের।

জন্মগত পর্যটন অনুসারে, একটি দেশের নাগরিক পর্যটন ভিসায় অন্য কোনও দেশে গিয়ে সন্তান জন্ম দিলে এই নবজাতক দেশটির নাগরিকত্ব পায়। যুক্তরাষ্ট্রেও এই নীতি চালু আছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমটিকে জানান, সংশোধিত নির্দেশনা অনুসারে জন্মগত পর্যটনের ক্ষেত্রে ভ্রমণ ভিসা ব্যবহার করা যাবে না। এটি দ্রুতই প্রকাশ্যে আসবে।

তিনি জানান, জাতীয় নিরাপত্তা এবং আইন প্রয়োগের ক্ষেত্রে জন্মগত পর্যটনের ঝুঁকিগুলো মোকাবেলা করার জন্য এটি করা হচ্ছে। তবে এই বিষয়ে এখনই বিস্তারিত জানানো সম্ভব নয়।

গণমাধ্যমটি এই বিষয়ে জানতে চাইলে দেশটির প্রেসিডেন্টের সরকারি বাসভবন এবং কার্যালয় হোয়াইট হাউস এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনও মন্তব্য করেনি।

আমেরিকান নিউজ ওয়েবসাইট অ্যাক্সিওস প্রথম এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। সোমবার (২০ জানুয়ারি) এই ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশিত হয়।

কে/এমকে

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৮৮ ৩৩
বিশ্ব ১২৩৭৪২০ ২৫২৯৪৪ ৬৭২৬০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • আন্তর্জাতিক এর সর্বশেষ
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়