• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

৪.৬ বিলিয়ন মানুষের চেয়ে বেশি সম্পদ ২,১৫৩ বিলিয়নিয়ারের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ জানুয়ারি ২০২০, ১৮:২৪
আফ্রিকা, যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন

বিশ্বের চার দশমিক ছয় বিলিয়ন মানুষের চেয়ে বেশি সম্পদ মাত্র দুই হাজার ১৫৩ জন বিলিয়নিয়ারের হাতে।

দাতা সংস্থা অক্সফাম ইন্টারন্যাশনাল প্রকাশিত এক প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনের।

এই ৬৩ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়, আফ্রিকার সব নারীর চেয়ে বেশি সম্পদ মাত্র ২২ ধনী পুরুষের হাতে। গত দশকে বিলিয়নিয়ারের সংখ্যা দ্বিগুণ হয়েছ।

এতে বলা হয়, ধনী ও গরিবের বৈষম্য কমানোর জন্য যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেন না বিশ্বনেতারা। এছাড়া শীর্ষ ব্যবসায়িক ও সরকারি পদগুলোতে নারীদের তুলনায় পুরুষের সংখ্যা বেশি।

এই প্রতিবেদন অনুসারে, নারীরা সস্তায় শ্রম দিয়ে বাজার অর্থনীতিকে টিকিয়ে রাখতে সহায়তা করছে। তারা সন্তান জন্মদান ও লালন-পালনের মাধ্যমেও রাষ্ট্রকে সহায়তা করছে। অথচ তারা বৈষম্যের শিকার।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, ধনী ও গরিব এবং নারী ও পুরুষের মধ্যকার অর্থনৈতিক বৈষম্য দূর করা সম্ভব কিন্তু এর জন্য প্রতিটি দেশে সরকারি নীতি গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।

যুক্তরাষ্ট্রের বিলিয়নিয়াররা সমাজের জন্য ভালো নাকি খারাপ- এ নিয়ে বিতর্ক যখন চরম পর্যায়ে, ঠিক তখনই অক্সফাম ইন্টারন্যাশনালের প্রতিবেদনটি সামনে এলো।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র : পররাষ্ট্র মন্ত্রণালয়
টিকটক নিষিদ্ধে বিল পাস যুক্তরাষ্ট্রের
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
X
Fresh