• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কানাডায় ৪০ লাখের বেশি মানুষ পর্যাপ্ত খাবার পায় না: জরিপ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ জানুয়ারি ২০২০, ২২:১২
কানাডা, জাতিসংঘ
কাতারের গণমাধ্যম আল জাজিরা

কানাডায় ৪০ লাখের বেশি মানুষ পর্যাপ্ত স্বাস্থ্যকর খাবার পায় না বলে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। খবর ইরানের গণমাধ্যম পার্সটুডের।

ফ্রান্সের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা এএফপি সোমবার কানাডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সাময়িকীতে প্রকাশিত এই প্রতিবেদনের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে।

কানাডায় ক্ষুধার কারণে অনেক মানুষ গড় আয়ুর আগেই মারা যায়। দেশটিতে মৃত্যুহার বাড়ার কারণগুলোর মধ্যে শীর্ষে ক্যানসার। এরপর ক্ষুধার অবস্থান।

ফ্রান্স ভিত্তিক সংবাদ সংস্থাটির খবরে আরও উল্লেখ করা হয়, কানাডার যেসব নাগরিক প্রতিদিনের খাবার সংগ্রহ করতে পারে না, তাদের ক্ষেত্রে মৃত্যুর আশঙ্কা বেশি।

এই জরিপ অনুসারে, খাবার জোটাতে সমর্থ্যদের তুলনায় অসমর্থ্যদের মধ্যে রোগজীবাণু সংক্রমিত অসুখ, অনিচ্ছাকৃত আঘাত ও আত্মহত্যা করার হার দ্বিগুণ।

প্রতিবেদনটির লেখক ফেই মেন বলেন, কানাডার পর্যাপ্ত খাবার পাওয়ার আশঙ্কায় থাকা মানুষ সংক্রমণ ও মাদক সেবনের মতো একাধিক সমস্যার মুখোমুখি হচ্ছে।

জাতিসংঘের সবশেষ তথ্য অনুসারে, বিশ্বের ২০০ কোটির বেশি মানুষ পর্যাপ্ত স্বাস্থ্যকর খাবার পায় না। তাদের আট শতাংশই উত্তর আমেরিকা ও ইউরোপের মানুষ।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জলবায়ু পরিবর্তনের প্রধান শিকার এশিয়া: জাতিসংঘ
কানাডায় জাঁকজমকভাবে শেষ হলো ‘অঞ্জন দত্ত’ নাইট
মালয়েশিয়ায় শোষণের শিকার হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা
জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র
X
Fresh