• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ইরাকে আটক আইএসের মুফতি, বহনে লাগলো ট্রাক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ জানুয়ারি ২০২০, ১৮:২৪
IS Mufti detained in Iraq, needed truck for carrying
ছবি সংগৃহীত

উগ্র সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসের শীর্ষ পর্যায়ের নেতা শিফা আন-নিমাকে ইরাকের উত্তরাঞ্চলীয় শহর থেকে আটক করা হয়েছে। তবে আটকের পর ইরাকের সোয়াট বাহিনীর সদস্যরা এক রকমের বিপদে পড়েছিলেন।

শিফা আন-নিমা যিনি আবু আব্দুল বারি নামেও পরিচিত তার ওজন এতটাই বেশি যে তাকে তার গোপন আস্তানা থেকে আটক করে নিয়ে যাওয়া মুশকিল হয়েছিল। ফলে ইরাকের সোয়াট সদস্যরা তাকে একটি ট্রাকে করে তার গোপন আস্তানা থেকে নিয়ে যান। বিষয়টি এরইমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিরাট হাস্যরসের সৃষ্টি করেছে।

সোয়াট সদস্যরা বলছেন, ইসলামিক স্টেটের এই কথিত মুফতির ফতোয়া অনুসারে আইএস সন্ত্রাসীরা ইরাকের জোনা মসজিদ বা হযরত ইউনুস নবী মসজিদে বোমা হামলা চালিয়েছিল। ২০১৪ সালে উগ্র সন্ত্রাসীরা ইরাকের বিশাল এলাকা দখল করে নেয়ার পর মসজিদটি ধ্বংস করে।

এছাড়া যেসব ধর্মীয় বিশেষজ্ঞ আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করতে অস্বীকার করেন তাদেরকে হত্যার ফতোয়া দিতেন এই বিশালদেহী মুফতি। তার ওজন ১৩৬ কেজি বলে জানা গেছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্বিতীয় মেয়াদে আইএসইউর উপাচার্য ড. আব্দুল আউয়াল
আইএসের হুমকি, পিএসজি-বার্সেলোনা ম্যাচের নিরাপত্তা জোরদার
চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আইএসের হামলার হুমকি
মস্কোর কনসার্টে হামলাকারীদের ছবি প্রকাশ করল আইএস
X
Fresh