• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

তুষারপাতে বিপর্যস্ত নিউইয়র্কের জনজীবন

আব্দুল হামিদ, নিউইয়র্ক প্রতিনিধি

  ১৯ জানুয়ারি ২০২০, ১৬:৩৭
Public life in New York crashed in snow
ছবি সংগৃহীত

অব্যাহত তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও এর আশেপাশের অঙ্গরাজ্যের জনজীবন। নিউইয়র্কের তাপমাত্রা মাইনাস ডিগ্রি সেলসিয়াসে নেমে আসায় সৃষ্টি হয়েছে ভয়াবহ ব্ল্যাক আইসের। দুর্ঘটনা এড়াতে জরুরী প্রযোজন ছাড়া যান চলাচল না করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। যেদিকে দুই চোখ যায়, শুধু শুভ্র সাদা বরফ। জানুয়ারির এ সময়টায় তুষারপাত নিউইয়র্কের জন্য সাধারণ ঘটনা হলেও প্রচণ্ড ঠাণ্ডার কারণে মুষড়ে পড়েছে নিউইয়র্কের জনজীবন। তাপমাত্রা হিমাঙ্কের ১০ ডিগ্রি নিচে। ফলে তুষার পড়তেই জমে শক্ত হয়ে যাচ্ছে। যাকে ব্ল্যাক আইস বলা হয়।

ভয়াবহ পিচ্ছিল এ বরফে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে সবসময়। দুর্ঘটনা এড়াতে নিউইয়র্কের রাস্তা থেকে বরফ সরাতে গিয়েও বিপাকে পড়েছে মানুষজন। অনেকেই লবণ ছিটিয়ে ব্ল্যাক আইস প্রতিরোধের চেষ্টা করছেন। শনিবার স্থানীয় সময় দুপুর ১টা থেকে রাত ৮টা নাগাদ নিউইয়র্কে ৩ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হবে বলেও জানানো হয়েছে। তবে শনিবার সরকারি ছুটি হওয়ায় বেশিরভাগ মানুষ বাসায় বসে সময় কাটাচ্ছেন।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিউইয়র্কের উৎসবে বাংলাদেশের ‘নীলপদ্ম’
ঈদের নাশতায় নেসেস্তার বরফি
নিউইয়র্ক টাইমস হয়ে উঠবে নিউইয়র্ক সময় : এরিক এডামস
মুন্সীগঞ্জে হত্যাকাণ্ড ঘটানো মার্কিন নাগরিক নিউইয়র্কে গ্রেপ্তার
X
Fresh