• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

রাশিয়ায় সন্তান নিলেই মিলবে সাড়ে ছয় লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ জানুয়ারি ২০২০, ১৮:৫০
রাশিয়া, ভ্লাদিমির পুতিন
জার্মানির গণমাধ্যম ডয়চে ভেলে

রাশিয়ার জন্মহার কমে যাওয়াকে ভবিষ্যতের জন্য প্রত্যক্ষ হুমকি বলে উল্লেখ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সন্তান নেয়ার জন্য আর্থিক প্রণোদনাও ঘোষণা করেছেন তিনি। খবর জার্মানির গণমাধ্যম ডয়চে ভেলের।

বুধবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধি স্থিতিশীল রাখা আমাদের ঐতিহাসিক দায়িত্ব। সন্তান নেয়া নতুন বাবা ও মার জন্য আর্থিক প্রণোদনা দেয়ার অঙ্গীকার করেন রাশিয়ার প্রেসিডেন্ট।

তার অঙ্গীকার অনুসারে, প্রথম সন্তান নেয়ার জন্য বাবা ও মারা এককালীন সাত হাজার ছয়শ ডলার বা প্রায় সাড়ে ছয় লাখ টাকা পাবেন। অবশ্য ২০০৭ সাল থেকে দ্বিতীয় সন্তান নেয়ার জন্য এই পরিমাণ টাকা দেয়া হচ্ছে।

পুতিন জানান, ২০২৬ সাল পর্যন্ত এই প্রণোদনা দেয়া হবে। এখন সন্তান জন্ম দানকারী প্রজন্মটির জন্ম হয় গত শতকের নব্বইয়ের দশকে। তখন আর্থিক মন্দার কারণে জন্মহার কমে যায়। তার প্রভাব এখন আবার পড়ছে।

এছাড়া দরিদ্র পরিবারের শিশুদেরকে আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দেন পুতিন। বর্তমানে শিশুর তিন বছর বয়স পর্যন্ত অর্থ পেয়ে থাকেন বাবা ও মা। নতুন পরিকল্পনায় শিশুর সাত বছর হওয়া পর্যন্ত অর্থ পাওয়া যাবে।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মস্কোয় সন্ত্রাসী হামলার নিন্দা জানালেন প্রধানমন্ত্রী 
মস্কোর কনসার্টে হামলাকারীদের ছবি প্রকাশ করল আইএস
মস্কো হামলায় নিহত বেড়ে ১৪৩
মস্কো হামলায় নিহত বেড়ে ১১৫
X
Fresh