• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

কাশ্মীর নিয়ে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ জানুয়ারি ২০২০, ১৭:৩৫
পাকিস্তান, জাতিসংঘ
পাকিস্তানের গণমাধ্যম ডন

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কাশ্মীর নিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন। তিনি জানান, কাশ্মীর ইস্যুতে ভারত দ্বিপাক্ষিক সমঝোতা করতে ইচ্ছুক নয়। খবর পাকিস্তানি গণমাধ্যম দ্য নিউজের।

তিনি জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠক করার পরে গণমাধ্যমকে বলেন, পাকিস্তান কাশ্মীর নিয়ে দ্বিপাক্ষিক আলোচনার বিষয়ে আন্তরিক। অন্যদিকে ভারত এক্ষেত্রে অনাগ্রহ প্রকাশ করছে।

কুরেশি জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি তিজ্জানি মুহাম্মাদ-বান্দের সঙ্গে এক বৈঠকে এহসাস প্রোগ্রামসহ অন্যান্য অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে প্রায় পাঁচ মাস ধরে অবরুদ্ধ কাশ্মীর নিয়ে আলোচনা করায় এর প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এনিয়ে পাঁচ মাসে দ্বিতীয়বারের মতো এই পরিষদে কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনা হলো।

কুরেশি বলেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে জাতিসংঘের মহাসচিবের ভূমিকা প্রশংসার দাবিদার। আমি তাকে আমার সাম্প্রতিক সৌদি আরব ও ইরান সফর সম্পর্কে জানিয়েছি।

এছাড়া ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা কমানোর জন্য যা করা সম্ভব, পাকিস্তান তা করবে বলেও উল্লেখ করেন কুরেশি।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে মাওবাদী নেতাসহ নিহত ২৯
ভারত সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা
পাকিস্তানে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে সতর্কতা
বাংলাদেশের নতুন স্পিন কোচ পাকিস্তানের মুশতাক
X
Fresh