• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিজেপির সভাপতি পদ হারাচ্ছেন অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ জানুয়ারি ২০২০, ১৬:০২
ভারত, অমিত শাহ
ফাইল ফটো

ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি পদ হারাচ্ছেন অমিত শাহ। দলটির বর্তমান কার্যনির্বাহী সভাপতি জে.পি. নদ্দা এই পদে আসতে যাচ্ছেন। খবর স্থানীয় গণমাধ্যম দ্য হিন্দুর।

একাধিক সূত্র জানায়, দলটির গঠনতন্ত্র অনুসারে আগামী ১৯ বা ২০ জানুয়ারি বিজেপির জাতীয় পর্যায়ের সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

বিজেপির জাতীয় পর্যায়ের নির্বাহী ও বিভিন্ন রাজ্য ইউনিট থেকে কমপক্ষে ২০ জন প্রস্তাবক এবং তিনজন প্রার্থীকে এই সভাপতি নির্বাচনের জন্য বাছাই করা হবে।

প্রার্থীদের মধ্য থেকে প্রস্তাবকদের সম্মতিতে একজনকে দলের সভাপতি হিসেবে ঘোষণা করা হবে। নতুন সভাপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত বর্তমান সভাপতি দায়িত্ব পালন করবেন।

সূত্র জানায়, বিজেপির জাতীয় পরিষদ এই সভাপতি নির্বাচন প্রক্রিয়া দেখভাল করবে। এই পরিষদ দ্রুত এ বিষয়ে একটি বৈঠক করবে।

গণমাধ্যমটির মতে, অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং নদ্দা বিজেপির কার্যনির্বাহী সভাপতি হওয়ার পর তার দলীয় সভাপতি হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট খাদে বাস, নিহত ১০  
ভারতের নির্বাচনকেন্দ্রিক পরিস্থিতি নিয়ে যে মন্তব্য করল জাতিসংঘ
ভারতীয় পণ্য বয়কট নিয়ে কথা বললেন আব্দুল মোমেন
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
X
Fresh