• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বরফে পা পিছলে পাকিস্তানে ভারতীয় সেনা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ জানুয়ারি ২০২০, ১২:৪০
indian army havildar slips in snow and reaches pakistan
ছবি সংগৃহীত

দায়িত্ব পালনকালে জম্মু-কাশ্মীরের গুলমার্গে বরফে পা পিছলে পড়ে পাকিস্তানে পৌঁছে গেলেন এক ভারতীয় সেনাসদস্য। ওই আর্মি হাবিলদারের নাম রাজেন্দ্র সিংহ নেগি। এই দুর্ঘটনায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে রাজেন্দ্রের পরিবার।

গত ৮ জানুয়ারি নেগির ইউনিট থেকে তার স্ত্রী রাজেশ্বরীর কাছে একটি ফোন কল এসেছিল, তাতে বলা হয়েছিল যে নেগি নিখোঁজ। পরে দেখা গেলো যে তিনি বরফে পা পিছলে পড়ে গিয়েছিলেন এবং দুর্ঘটনাক্রমে কাশ্মীরের ভারত-পাকিস্তান সীমান্ত অতিক্রম করেছিলেন।

ক্ষুব্ধ পরিবার পাকিস্তান থেকে স্বদেশে তার নিরাপদ ও তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে আসার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে। সেনা সূত্র জানানো হয়েছে, নেগির অনুসন্ধান ও উদ্ধার কাজ চলছে এবং তাকে পাকিস্তান থেকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে।

দেরাদুনের অম্বিওয়ালা সৈনিক কলোনির বাসিন্দা নেগি ২০০২ সালে ১১টি গাড়ওয়াল রাইফেলস রেজিমেন্টে যোগ দিয়েছিলেন। তিনি এক মাসের ছুটিতে অক্টোবর মাসে দেরাদুনে এসেছিলেন এবং নভেম্বর মাসে গুলমার্গের বরফখণ্ডে তাকে দায়িত্বে পাঠানো হয়েছিল।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আফ্রিদির সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে যা বললেন বাবর
নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা
এশিয়া কাপ আয়োজন করতে পারবে না ভারত-পাকিস্তান!
পাকিস্তানে রোজার মাসে ছিনতাই-ডাকাতির ঘটনায় ১৯ মৃত্যু
X
Fresh