• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভারতে আসছেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ জানুয়ারি ২০২০, ২৩:১৮
ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদি
ভারতের গণমাধ্যম এনডিটিভি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সফর করবেন। তার এই সফরের দিনক্ষণ ঠিক করা নিয়ে আলোচনা করছেন উভয় দেশের কর্মকর্তারা।

একাধিক সূত্র মঙ্গলবার এসব কথা জানিয়েছে বলে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এসব সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের সংসদের উচ্চকক্ষ সিনেটে ট্রাম্পের অভিশংসনের নিয়ে ভোটাভুটির ওপর নির্ভর করছে তার এই সফরের দিনক্ষণ।

এর আগে গত বছরের ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে উপস্থিত থাকার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয়।

কিন্তু একই দিনে অন্য কর্মসূচি থাকায় ট্রাম্প ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না বলে জানান আমেরিকান কর্মকর্তারা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭ জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোনে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক দিনে দিনে শক্তিশালী হচ্ছে।

নভেম্বরে মোদির আমন্ত্রণের বিষয়ে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, তিনি (মোদি) চান আমি ভারতে যাই। বেশকিছু কারণে আমি সেখানে যাব।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই সফরে ভারতের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা জেনারালাইজড সিস্টেম অব প্রিফারেন্স (জিএসপি) আবার চালু করবেন বলে আশা করছে নয়াদিল্লি।

কে/ এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব!
বিএনপির ভারত বর্জন কর্মসূচির কারণ জানালেন নাছিম
ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার
X
Fresh