• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কলকাতার নেতাজি স্টেডিয়ামে বাংলা বলে মোদির ভাষণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ জানুয়ারি ২০২০, ১৩:১৫
Modi started addressing Bangla at Netaji Stadium in Kolkata
ছবি সংগৃহীত

কলকাতা বন্দরের ১৫০ বছর পূর্তি উপলক্ষে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভাষণ দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভাষণের শুরুতেই মোদি বাংলায় বলেন, আমার প্রিয় বাংলার ভাই ও বোনেরা। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আপনাদের। খবর আনন্দবাজারের।

কী বললেন মোদি

  • এই মাটি প্রেরণার মাটি।
  • বাংলার জনতার শক্তি আছে। এবার এই পরিকল্পনাগুলো থেকে মানুষকে কেউ বিচ্ছিন্ন করে রাখতে পারবে না।
  • বাংলার মানুষ কী বলতে চাইছেন তা আমি ভালভাবেই জানি।
  • প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধির আওতায় দেশের ৮ কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ৪৩ হাজার কোটি টাকা দেয়া হয়েছে।
  • পশ্চিমবঙ্গের উন্নয়নে কেন্দ্রের পক্ষ থেকে অনেক রকম চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করা হচ্ছে।
  • এই বন্দরকে দেশের প্রতীক হিসেবে গড়তে হবে।
  • হলদিয়া ও বেনারসের মধ্যে জলপথ পরিবহণ ব্যবস্থা চালু হয়েছে।
  • ২০২১ সালের মধ্যে গঙ্গায় বড় জাহাজ চলতে পারে তার জন্য নদীর গভীরতা বাড়ানোর কাজ চলছে।
  • দেশের জলপথ নীতি কীভাবে তৈরি হওয়া উচিত তা নিয়ে আম্বেদকারের মতকে সে সময়ের সরকার গুরুত্ব দেয়নি, বললেন মোদি।
  • মোদি বলেন, দেশে শিল্পায়নের প্রণেতা, বাংলার উন্নয়নের স্বপ্ন দেখা এবং পুরো দেশে অভিন্ন বিধানের প্রবক্তা শ্যামাপ্রসাদ মুখেপাধ্যায়ের নামে আমি এই বন্দরের নামকরণ করছি।
  • কলকাতা বন্দরের নামকরণ করা হলো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে।
  • এই বন্দর শুধু মালবাহকদের জায়গা নয়, জ্ঞানবাহকদের পা-ও এই বন্দরে পড়েছে।
  • এই বন্দর দেশকে বিদেশি শাসন থেকে স্বাধীনতা পেতে দেখেছে।
  • কলকাতা বন্দর শুধু জাহাজের যাতায়াতের জায়গা নয়। পুরো ইতিহাস এই বন্দরের মধ্যে সমাহিত।
  • মা গঙ্গার সান্নিধ্যে গঙ্গাসাগরের কাছে দেশের জলশক্তির এই ঐতিহাসিক প্রতীকের অনুষ্ঠানে শামিল হতে পারা সৌভাগ্যের বিষয়।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারী দিবস উপলক্ষে ভারতে রান্নার গ্যাসের দাম কমানোর ঘোষণা
বাংলাদেশের চেয়েও ভারতে বেকারত্বের হার বেশি : রাহুল গান্ধী
সুপ্রিম কোর্টের রায়ে নির্বাচনের আগে বড় ধাক্কা খেলেন মোদি
লোকসভা নির্বাচনের আগে কৃষক বিক্ষোভের মুখে মোদি  
X
Fresh