smc
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০, ৭ কার্তিক ১৪২৭

আদর পেলেই বেলুনের মতো ফুলে ওঠে এই মাছ!

  আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

|  ১১ জানুয়ারি ২০২০, ১৬:০৩
how a puffer fish puffs up caught in camera
ছবি সংগৃহীত
‘আদর’ পেলেই বেলুনের মতো হয়ে যাচ্ছে একটি জ্যান্ত মাছ! মাছটি ধরে তার মাথায় গায়ে হাত বোলাতেই ফুলে উঠছে সে। দেখেছেন এমন ভিডিও আগে? এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এর আগেও এই মাছের ছবি, ভিডিও বিভিন্ন ওয়াল্ডলাইফ চ্যানেল বা সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে।

ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, মাছটিকে এক ব্যক্তি হাতে ধরে রয়েছেন। আর তার মাথায় বুড়ো আঙুল দিয়ে দিয়ে ‘আদর’ করছেন। আর তাতেই একটু একটু করে ফুলে উঠছে মাছটি। প্রথমে দেখে বোঝা যাবে না, ধীরে ধীরে মাছটি বেলুনের মতো ফুলে উঠতে থাকে। একটু পরেই সেটি একটি ছোটখাটো ফুটবলের আকার নিয়ে নেয়।

এই মাছগুলো টেট্রাওডনটিডে পরিবারের অন্তর্গত। সাধারণত অগভীর সমুদ্রে বসবাসকারী এই পরিবারের মধ্যে ২০০ রকমের এমন মাছ রয়েছে, যেগুলো চাইলে এমন বেলুনের মতো ফুলে উঠতে পারে। এদের পাফ ফিশ, পাফার, বেলুন ফিস, ব্লো ফিশ, বাবল ফিশ, গ্লোব ফিশসহ নানান নামে ডাকা হয়।

আসলের শিকারীর হাত থেকে বাঁচতে নিজের শরীরকে ফুলিয়ে নেয় এই মাছ। আর এভাবেই নিজেকে আত্মরক্ষা করে এই মাছ। ফলে প্রাণে বেঁচে যেতে পারে তারা। আশপাশে বিপদের গন্ধ পেলেই ফুলতে আরম্ভ করে এই মাছ।

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৩৯০২০৬ ৩০৫৫৯৯ ৫৬৮১
বিশ্ব ৪,০৩,৮২,৮৬২ ৩,০১,৬৯,০৫২ ১১,১৯,৭৪৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • আন্তর্জাতিক এর সর্বশেষ
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়