• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

কাসেম সোলেইমানি হত্যাকাণ্ড কেন আইএস জিহাদিদের জন্য সুখবর

আরটিভি অনলাইন ডেস্ক

  ১১ জানুয়ারি ২০২০, ১২:৩০
কাসেম সোলেইমানি হত্যাকাণ্ড কেন আইএস জিহাদিদের জন্য সুখবর
ছবি: সংগ্রহীত

ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানির হত্যাকাণ্ডকে স্বাগত জানিয়েছে ইসলামিক স্টেট গ্রুপ (আইএস)। একটি বিবৃতিতে তারা বলছে, জেনারেল সোলেইমানির মৃত্যু ঐশ্বরিক হস্তক্ষেপে হয়েছে যা জিহাদিদের সুবিধা এনে দেবে।

তবে তারা সেই বিবৃতি যুক্তরাষ্ট্রের কথা উল্লেখ করেনি। অথচ যুক্তরাষ্ট্র গত ০৩ জানুয়ারি বাগদাদে সোলেইমানির ওপর ড্রোন হামলা চালিয়ে তাকে হত্যা করে।

এদিকে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার প্রায় পরপর যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনী ইরাকে আইএসের বিরুদ্ধে তাদের অভিযান স্থগিত করেছে। যুক্তরাষ্ট্র এবং তার সহযোগীরা ঘোষণা করেছে যে, তাদের এখন প্রধান কাজ হচ্ছে নিজেদের রক্ষা করা। সামরিক দিক দিয়ে দেখলে, তাদের সামনে বিকল্প কোন পথও নেই।

ধারণা করা হচ্ছে, এই কারণেই আইএস জেনারেল সোলেইমানিকে হত্যার সমর্থন জানিয়েছে।

অন্যদিকে ইরান এবং ইরাকে তাদের সমর্থনপুষ্ট যে মিলিশিয়া বাহিনীগুলো রয়েছে, তারা সোলেইমানির গাড়ি বহরে হামলায় নিহতদের মৃত্যুর প্রতিশোধ নেয়ার শপথ ঘোষণা করেছে।

সূত্র: বিবিসি বাংলা

এজে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্বিতীয় মেয়াদে আইএসইউর উপাচার্য ড. আব্দুল আউয়াল
আইএসের হুমকি, পিএসজি-বার্সেলোনা ম্যাচের নিরাপত্তা জোরদার
চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আইএসের হামলার হুমকি
মস্কোর কনসার্টে হামলাকারীদের ছবি প্রকাশ করল আইএস
X
Fresh