• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিক্ষোভের মধ্যেই ভারতে নাগরিকত্ব আইন কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ জানুয়ারি ২০২০, ০৯:০২
citizenship amendment act comes into effect
ছবি সংগৃহীত

ভারতজুড়ে বিক্ষোভের মধ্যেই দেশটিতে শুক্রবার থেকে কার্যকর হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)। এর ফলে বিতর্কিত এই আইন ভারতের মতো ‘ধর্মনিরপেক্ষ' দেশে এই প্রথমবার ধর্মকে নাগরিকত্বের মানদণ্ড হিসেবে তৈরি করলো।

শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক প্রজ্ঞাপনে বলা হয়েছে, কার্যকরী হয়েছে সিএএ। পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ২০১৫ সালের আগে ভারতে আগত অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেয়া হবে এই আইন অনুযায়ী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৪ (২০১৯ এর ৪৭) এর ধারা ১ এর উপ-ধারা (২) দ্বারা প্রদত্ত ক্ষমতার প্রয়োগ কেন্দ্র সরকার দ্বারা ২০২০ সালের ১০ জানুয়ারি থেকে কার্যকরী হবে।

এদিকে হঠাৎ করে দেশজুড়ে এভাবে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করা নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। কয়েকদিন আগে বলা হয়েছিল যে এখনই এই আইন কার্যকর করা হচ্ছে না। তাই তড়িঘড়ি করে এই আইন বাস্তবায়ন হওয়া নিয়ে উঠছে প্রশ্ন।

অন্যদিকে কেন্দ্রের এই সিদ্ধান্তে নতুন করে দেশে অস্থিতিশীলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও ইতোমধ্যে পশ্চিমবঙ্গ, কেরালাসহ একাধিক রাজ্য জানিয়েছে, তারা এই আইন কার্যকর করতে দেবে না।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর সংসদে পাস হওয়া নাগরিকত্ব সংশোধনী আইনে বলা হয়েছে, হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা যারা পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানে ধর্মীয় নিপীড়নের মুখোমুখি হয়েছেন এবং ৩১ ডিসেম্বর, ২০১৪ এর আগে ভারতে এসেছেন তারা আর অবৈধ অভিবাসী হিসেবে বিবেচিত হবেন না। তাদের ভারতীয় নাগরিকত্ব দেয়া হবে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট খাদে বাস, নিহত ১০  
ভারতের নির্বাচনকেন্দ্রিক পরিস্থিতি নিয়ে যে মন্তব্য করল জাতিসংঘ
ভারতীয় পণ্য বয়কট নিয়ে কথা বললেন আব্দুল মোমেন
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
X
Fresh