• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার আগে ইরাককে কী বলেছিল ইরান?

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ জানুয়ারি ২০২০, ১৭:৩৬
ইরান, যুক্তরাষ্ট্র
ইরানের তাসনিম নিউজ এজেন্সি

যুক্তরাষ্ট্রের দুটি ঘাঁটিতে হামলা করার আগে ইরাকের কাছে একটি মৌখিক বার্তা পাঠায় ইরান। ইরাকি প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। খবর যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন।

এই বিবৃতিতে বলা হয়, বুধবার মধ্যরাতের কিছুক্ষণ পরে আমাদের কাছে পাঠানো বার্তায় জানানো হয় যে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাসেম সোলাইমানির হত্যার জবাব দেয়া শুরু করেছে বা করবে দেশটি। শুধু যুক্তরাষ্ট্রের ঘাঁটি এর শিকার হবে।

আব্দুল মাহদি জানান, ইরানের পক্ষ থেকে ইরাকের সামরিক নেতাদেরকে সতর্ক থাকার জন্য বলা হয়।

এর আগে ইরাকি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, রাত পৌনে দুইটা থেকে সোয়া দুইটার মধ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি দুটিতে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো।

ইরাকের প্রধানমন্ত্রী পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য দেশের ও বিদেশের বিভিন্ন জনের যোগাযোগ করে জানান, তিনি যুদ্ধ চান না। তার কার্যালয় জানায়, যুদ্ধ শুরু হলে ইরাক ও এই অঞ্চলই ভুক্তভোগী হবে।

বিবৃতিটিতে বলা হয়, ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন মেনে নেয়া হবে না। সরকার উত্তেজনা কমাতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মধ্যপ্রাচ্যে উত্তেজনায় আমদানিতে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে : বাণিজ্য প্রতিমন্ত্রী
ইরানের পারমাণবিক চুল্লিতে হামলা চালাতে পারে ইসরায়েল
ইরানের হামলার পর যে সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল
প্রতিরক্ষা ভেদ করে ইরানের হামলায় ইসরায়েলে যে ক্ষয়ক্ষতি
X
Fresh