• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এখন পর্যন্ত সব ঠিক আছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ জানুয়ারি ২০২০, ০৯:০১
ডোনাল্ড ট্রাম্প
ছবি সংগৃহীত

ইরাকে দুটি মার্কিন বিমানঘাঁটিতে ইরানের মিসাইল হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এখন পর্যন্ত সব ঠিক আছে। ইরানের ওই হামলার পর এক টুইট বার্তায় ট্রাম্প এমন মন্তব্য করেন।

গত শুক্রবার মার্কিন ড্রোন বিমান হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান লে. জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর ১২টির বেশি ব্যালিস্টিক মিসাইল ছুড়লো ইরান।

মূলত দুটি বিমানঘাঁটি লক্ষ্য করে এই মিসাইল হামলা চালানো হয়। বাগদাদের পশ্চিমে আইন আল-আসাদ, আর কুর্দিস্তানে ইরবিলের ওই দুটি ঘাঁটি হামলার লক্ষ্য ছিল।

হামলার পর পরই ট্রাম্প টুইট করে বলেন, সব ঠিক আছে! ইরাকে দুটি সামরিক ঘাঁটিতে ইরান থেকে মিসাইল ছোঁড়া হয়েছে। হতাহত ও ক্ষয়ক্ষতি খতিয়ে দেখা হচ্ছে এখন পর্যন্ত, সব ঠিক আছে!

তিনি বলেন, এখন পর্যন্ত বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের শক্তিশালী ও সুসজ্জিত সামরিক বাহিনী রয়েছে! আমি আগামীকাল সকালে একটি বিবৃতি দেবো।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ টুইটারে লিখেছেন, যুদ্ধ চাইনা, কিন্তু নিজেদের রক্ষা করবো।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ২০১৮ সালের ডিসেম্বর মাসে ইরাকের আইন-আল আসাদ ঘাঁটি পরিদর্শন করেছিলেন।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরিয়ায় বিমান হামলায় ইরানের কমান্ডারসহ নিহত ১৩
প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নিকি হ্যালি
একদিনে ৭ জনের শিরশ্ছেদ করল সৌদি 
ইরানে কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের বশির
X
Fresh