• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ছবিতে অস্ট্রেলিয়ার দাবানল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ জানুয়ারি ২০২০, ০৯:০৬
australia fire in pictures
ছবি সংগৃহীত

অস্ট্রেলিয়ায় আগুন যেন থামছেই না। আর খুব শিগগিরই যে ভালো খবর মিলবে তারও সম্ভবনা নেই। বলা হচ্ছে, আগুন নেভাতে নেভাতে ক্লান্ত দমকলকর্মীদের আরও দুই মাস ফ্রন্টলাইনে থাকতে হবে।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। পুড়ে গেছে লাখ লাখ হেক্টর অঞ্চল। আগুনে পুড়ে গেছে হাজার হাজার ঘরবাড়ি। আর মারা গেছে অন্তত ৫০ কোটি প্রাণী।

অস্ট্রেলিয়ার গণমাধ্যম নিউজডটকমএইউ অবলম্বনে পুড়তে থাকা অস্ট্রেলিয়ার চিত্র ছবিতে তুলে ধরা হলো-

ভিক্টোরিয়ার রাজ্যের পূর্ব জিপসল্যান্ডে আগুন নেভাতে হেলিকপ্টার থেকে পানি দেয়া হচ্ছে।

বন্যপ্রাণীর পাশাপাশি আগুনে পুড়ে মারা গেছে বহু গবাদিপশু।

আগুন আর ধোঁয়ায় লাল হয়ে গেছে কুমার স্নোয়ি ভ্যালি।

মাল্লাকুটায় আগুন ‍লেগে পুড়ে যাওয়া একটি কোয়ালাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

সিডনির দক্ষিণে নওরায় আগুন নেভাতে গিয়ে বিপাকে পড়েন দমকলকর্মীরা।

অস্ট্রেলিয়ান নৌবাহিনীর জাহাজ এইচএমএএস চোলেসে করে এক হাজার মানুষকে মাল্লাকুটা থেকে উদ্ধার করা হয়।

ভিক্টোরিয়ায় একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের করে মানুষজনদের উদ্ধার করা হচ্ছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা বিসিবির
চট্টগ্রাম টেস্ট রেখে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন হাথুরুসিংহে
ঐতিহাসিক সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা
সম্মান রক্ষার ম্যাচে একশ’র আগেই অলআউট টাইগ্রেসরা
X
Fresh