• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মিশরে আইএস নেতাসহ নিহত ৪৫

অনলাইন ডেস্ক
  ০৫ আগস্ট ২০১৬, ১১:০৭

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের সিনাই শাখার প্রধান আবু দুয়া আল আনসারি নিহত হয়েছে বলে দাবি করছে মিসরের সেনাবাহিনী। এছাড়াও ৪৫ জন আইএস যোদ্ধাকে হত্যার কথা জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

আল-আরিশ শহরে জিহাদীদের শক্ত ঘাঁটিতে বিমান হামলায় তাদের হত্যা করা হয়। মিশরে এই সিনাই থেকেই জোর তৎপরতা চালাতো আইএস। প্রায়শঃই তারা কায়রো ও সিনাইয়ে হামলা চালাতো।

এছাড়া, বেশ কিছু অস্ত্রের ভান্ডারও ধ্বংস করা হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আল-আরিশ শহরের কাছে জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে ওই বিমান হামলা চালানো হয়। মুসলিম ব্রাদারহুডের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ২০১৩ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর মিসরে জঙ্গি তৎপরতা বেড়েছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh