• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

যুক্তরাষ্ট্রে পুলিশের সঙ্গে সন্ত্রাসীর গুলিবিনিময়ে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ জানুয়ারি ২০২০, ২৩:০১
যুক্তরাষ্ট্র, গুলিবিনিময়
সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যের ওমাহা শহরের একটি হাউজিং কমপ্লেক্সে পুলিশের সঙ্গে এক অস্ত্রধারী সন্ত্রাসীর গুলিবিনিময়ে দুজন নিহত এবং একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর স্থানীয় সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি)।

স্থানীয় সময় মঙ্গলবার রাত দশটার কিছুক্ষণ পরে ইভ্যানস টাওয়ার নামের কমপ্লেক্সটি থেকে কল আসার পর পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান বলে জানিয়েছেন ওমাহা পুলিশের উপপ্রধান স্কট গ্রে। দুই কর্মকর্তা পঞ্চম তলার হলওয়েতে এক অস্ত্রধারীর মুখোমুখি হন।

পুলিশের কাছে কল আসা এবং এই গুলিবিনিময়ের কারণ জানা যায়নি। পুলিশ জানায়, অস্ত্রধারী ব্যক্তি নিহত হয়েছেন এবং এক কর্মকর্তার পায়ে গুলি লেগেছে। পরে একটি অ্যাপার্টমেন্ট থেকে এক মৃত নারীকে উদ্ধার করা হয়।

সংবাদ সংস্থাটি জানায়, এই নারীর মৃত্যু, পুলিশের কাছে কল আসা এবং গুলিবিনিময়ের ঘটনা একসঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। আহত কর্মকর্তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু তিনি শেষপর্যন্ত বেঁচে যাবেন বলে আশা করা হচ্ছে। তবে হতাহতদের নাম প্রকাশ করা হয়নি।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে অ্যান্ডারসনের
‘বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে চেষ্টা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’
যুক্তরাষ্ট্রে সেতু দুর্ঘটনা : দুই মরদেহ উদ্ধার
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
X
Fresh