• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নারীর হাতে চড় মারার জন্য ক্ষমা চাইলেন পোপ ফ্রান্সিস (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ জানুয়ারি ২০২০, ২২:১২

পোপ ফ্রান্সিস এক নারীর হাত থেকে নিজেকে মুক্ত করার জন্য তার হাতে চড় মারার কয়েক ঘণ্টা পর নিউ ইয়ারের বার্তায় নারীদের প্রতি সহিংসতার সমালোচনা করেছেন। খবর যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনের।

তিনি ভ্যাটিকান সিটির সেন্ট পিটার স্কয়ারে মঙ্গলবার সন্ধ্যায় প্রার্থনার পর নিউ ইয়ার্স ইভ উপলক্ষে এখানকার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন। এসময় এক নারী পোপ ফ্রান্সিসের হাত ধরে নিজের দিকে টানেন।

ঘটনাস্থল থেকে ধারণ করা একাধিক ভিডিওতে দেখা যায়, পোপ ফ্রান্সিস এসময় এই নারীর হাত থেকে নিজেকে মুক্ত করতে তার হাতে চড় মারেন। তিনি হাত ছাড়িয়ে নিয়ে এমন আচরণের জন্য তার সঙ্গে চেঁচামেচি করেন।

এর কয়েক ঘণ্টা পর বুধবার সেন্ট পিটার্স বাসিলিকায় জড় হওয়া প্রার্থনাকারীদের উদ্দেশে পোপ ফ্রান্সিস বলেন, নারীরাই জীবনের উৎস। কিন্তু তারাই অপমানিত, নির্যাতিত, ধর্ষণের শিকার এবং যৌনকর্মী হতে বাধ্য হচ্ছে।

তিনি বলেন, নারীর প্রতি যেকোনো ধরনের সহিংস আচরণ করা ধর্ম অবমাননার শামিল। তিনি এর কিছুক্ষণ পর বলেন, আমি গতকাল এক নারীর হাত থেকে নিজেকে মুক্ত করতে তার হাতে চড় মারার জন্য ক্ষমা চাচ্ছি।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh