• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রে চার্চে বন্দুক হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ ডিসেম্বর ২০১৯, ১১:১১
2 killed in gun attack on US Church
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে একটি চার্চে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত দুজন নিহত হয়েছেন। পরে নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে হামলাকারী নিহত হয়।

রোববার স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটের দিকে ফোর্ট ওর্থের হোয়াইট সেটেলমেন্টের ওয়েস্ট ফ্রিওয়ে চার্চে প্রার্থনা চলার সময় এই হামলার ঘটনা ঘটে।

এদিকে গোলাগুলির দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ স্ট্রিমিং করে হামলাকারী। ওই হামলার পর গির্জা ও আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়। এ ঘটনার তদন্ত চলছে। তবে পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সন্ত্রাসী হামলা বলতে নারাজ পুলিশ।

অন্যদিকে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট এই হামলার ঘটনাকে অশুভ চেষ্টা বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, গোলাগুলির পর দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর টেক্সাসেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনাগুলো ঘটেছে। গত আগস্টে এল পাসোর শপিংমলে বন্দুকধারীর হামলায় অন্তত ২২ জন নিহত হন। হত্যকাণ্ডের শিকার বেশিরভাগই ছিলেন মেক্সিকান।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
ইরানের হামলার জবাব কীভাবে দেবে ইসরায়েল, জানাল যুক্তরাষ্ট্র
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র-ইইউ
বৈশ্বিক সমৃদ্ধি সূচকে ভারত-পাকিস্তানকে ছাড়িয়ে বাংলাদেশ
X
Fresh