• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পবিত্র কাবা নিয়ে বিরূপ স্ট্যাটাস দিয়ে সৌদিতে ভারতীয় গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ ডিসেম্বর ২০১৯, ১২:৫২
পবিত্র কাবা
ছবি সংগৃহীত

পবিত্র কাবা নিয়ে ফেসবুকে বিরূপ স্ট্যাটাস দেয়ায় এক ভারতীয় শ্রমিককে গ্রেপ্তার করেছে সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনী। সৌদি প্রবাসী ওই ভারতীয় শ্রমিকের নাম হরিশ বাঙ্গেরা। তিনি ভারতের কর্ণাটক রাজ্যের কুন্দপুরের বাসিন্দা। সৌদি আরবের একটি গলফ কার্টুন কারখানায় এসি মিস্ত্রির কাজ করেন হরিশ।

তবে হরিশ শুধু ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্রতম স্থান নিয়েই নয় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিয়েও বিরূপ মন্তব্য করেছেন। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ফেসবুকে সাম্প্রদায়িক বিদ্বেষমূলক স্ট্যাটাস দেয়ায় গত ১৯ ডিসেম্বর হরিশকে গ্রেপ্তার করা হয়। এদিকে গ্রেপ্তারের পরপরই হরিশকে চাকরিচ্যুত করে কারখানা কর্তৃপক্ষ।

খবরে বলা হয়েছে, হরিশ তার ফেসবুক অ্যাকাউন্টে পবিত্র কাবার একটি ছবি পোস্ট করে লিখেন, আমার সব হিন্দু বন্ধুরা, পরবর্তী রাম মন্দির হবে মক্কায়। জয় শ্রী রাম। মোদি আমাদের সঙ্গে আছেন। এরপর তার এ পোস্টটি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। সঙ্গে সঙ্গে হরিশকে গ্রেপ্তার করে তার কঠোর শাস্তির দাবি জানায় সৌদি প্রবাসীরা।

এ ঘটনার দুইদিন পরই সৌদি যুবরাজকে নিয়ে তার আইডি থেকে আরেকটি স্ট্যাটাস দেয়া হয়। যেখানে সৌদি প্রিন্স মুহাম্মদ বিন সালমানের ছবি দিয়ে লেখা হয়, দিস ডগ ইজ ফ্রম কংগ্রেস প্রে। সৌদি অ্যারাবিয়া কিং ডগ। পরে বিষয়টি সৌদি কর্তৃপক্ষের নজরে আসলে তাকে গ্রেপ্তার করা হয়।

তবে হরিশের স্ত্রী দাবি করেছে, তার স্বামীর আইডিটি হ্যাক হয়েছে। তার স্বামী ষড়যন্ত্রের শিকার। শত্রুতাবশত দুর্বৃত্তরা হরিশের ফেসবুক আইডিতে ঢুকে এ ধরণের বিরূপ মন্তব্য করেছেন। গত ২১ ডিসেম্বর স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগও দিয়েছেন হরিশের স্ত্রী।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
ভারতীয় গ্র্যান্ডমাস্টারকে হারালেন বাংলাদেশের ফিদে মাস্টার নীড়
ইরানের জব্দ করা ইসরায়েলি জাহাজে ১৭ ভারতীয় নাগরিক
৫০ বস্তা ভারতীয় চিনিসহ আ.লীগ নেতা আটক
X
Fresh