• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বুরুন্ডিতে ভূমিধসে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ ডিসেম্বর ২০১৯, ২০:৪৮
বুরুন্ডি, ভূমিধস
তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি

পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডিতে ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। খবর নিউ ইয়র্ক টাইমসের।

দেশটির বুজুমবুরা শহরের মেয়র ফ্রিডি এমবোনিমপা রোববার সন্ধ্যায় নিহতের সংখ্যা উল্লেখ করে বলেন, ভূমিধসের কারণে ৩০ জন আহত হয়েছেন। এছাড়া কয়েক ডজন বাড়িঘর ধ্বংস হয়েছে।

অ্যাঞ্জেলে নামের ৫০ বছর বয়সী এক বৃদ্ধা জানান, ভূমিধসে তাদের বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং তিনি তার চার শিশু এবং স্বামীকে হারিয়েছেন। এসময় তিনি বাড়ির বাইরে থাকায় বেঁচে গেছেন।

স্থানীয় বাসিন্দারা যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, নিহতের সংখ্যা বাড়তে পারে। কারণ এখনও অনেকেই নিখোঁজ আছেন।

দেশটির নিরাপত্তামন্ত্রী অ্যালেইন গুইলাউম বুনিয়োনি ভূমিধসের শিকার অঞ্চলগুলো পরিদর্শনের সময় জানান, যাদের বাসাবাড়ি ধ্বংস হয়ে গেছে, তাদের থাকার ব্যবস্থা করবে কর্তৃপক্ষ।

পূর্ব আফ্রিকায় গত কয়েক সপ্তাহ ধরে ভারী বর্ষণের ফলে অসংখ্য মানুষ নিহত হয়েছেন। বুরুন্ডির কর্তৃপক্ষ জানায়, এই মাসের শুরুতে ভূমিধসে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্যা-ভূমিধসে ইন্দোনেশিয়ায় ২৬ প্রাণহানি
ফিলিপাইনে ভূমিধসে ৫ জনের মৃত্যু
তানজানিয়ায় স্বর্ণের খনিতে ভূমিধস, ২২ জনের প্রাণহানি
কলম্বিয়ায় ভূমিধসে নিহত ১৮
X
Fresh