• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

হন্ডুরাসে কারাগারে দাঙ্গায় নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ ডিসেম্বর ২০১৯, ২০:৪৯
হন্ডুরাস, দাঙ্গা
যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি

হন্ডুরাসের এক কারাগারে দাঙ্গায় কমপক্ষে ১৮ জন বন্দী নিহত হয়েছেন। শুক্রবারের এই দাঙ্গায় এছাড়া ১৬ জন আহত হয়েছেন। খবর যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসির।

সম্প্রতি দেশটির একাধিক কারাগারে দাঙ্গা হয়েছে। তবে এগুলোর মধ্যে উত্তরাঞ্চলীয় তেলা শহরের এই কারাগারের দাঙ্গা ছিল সবচেয়ে ভয়াবহ। দেশটির সরকার বুধবার কারাগার ব্যবস্থাপনায় জরুরি অবস্থা ঘোষণা করে নিরাপত্তা বাহিনীর কাছে এই দায়িত্ব হস্তান্তর করে।

এক সামরিক কর্মকর্তা যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, তারা আনুষ্ঠানিকভাবে এই কারাগারের নিয়ন্ত্রণ নেয়ার আগেই দাঙ্গার ঘটনা ঘটলো।

কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারাগারটিতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন একাধিক সরকারি কর্মকর্তা।

দেশটির নিরাপত্তা সংস্থা ফুসিনার মুখপাত্র অ্যান্তোনিও কোয়েলো স্থানীয় সম্প্রচার মাধ্যমগুলোর সঙ্গে কথা বলার সময় নিহতের সংখ্যাটি নিশ্চিত করেন।

হন্ডুরাসে কারাগারে দাঙ্গার ঘটনা একটি সাধারণ বিষয়। দেশটির সব কারাগারে আট হাজার বন্দী রাখা সম্ভব। কিন্তু কারাগারগুলোতে আছে ২০ হাজারের বেশি বন্দী।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ার বন্দিশিবিরে দাঙ্গা, পালাল ১১৫ রোহিঙ্গা
ভারতে দাঙ্গায় পড়ে ঢাকায় এসে দেশ সেরা নায়ক রাজ রাজ্জাক
পাপুয়া নিউ গিনিতে দাঙ্গায় নিহত ১৫
X
Fresh