• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

অস্ট্রেলিয়ার বনে আগুন, ছুটিতে থাকায় ক্ষমা প্রার্থনা প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ ডিসেম্বর ২০১৯, ১৮:০৩
অস্ট্রেলিয়া, স্কট মরিসন
ফাইল ছবি

অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি বনে যখন আগুন জ্বলছে, তখন ছুটি কাটানোর জন্য ক্ষমা প্রার্থনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। খবর যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় গণমাধ্যম বিবিসির।

একদিকে তীব্র গরম অনুভূত হচ্ছে, অন্যদিকে বনে আগুন জ্বলছে। সব মিলিয়ে দেশটির জনগণের দুর্ভোগের শেষ নেই। এর মধ্যে ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে যান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

আগুন নেভানোর জন্য সিডনির কাছে অবস্থানরত দুই স্বেচ্ছাসেবী দমকলকর্মী বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় মারা যান। এসময় তিনি দেশে না থাকায় তার বিরুদ্ধে নিন্দা ও ক্ষোভের ঝড় ওঠে।

মরিসন ইতোমধ্যে তার ছুটি সংক্ষিপ্ত করার কথা জানিয়েছেন। তিনি বলেন, অনেক অস্ট্রেলিয়ান যখন তীব্র গরম ও আগুনের শিকার, তখন পরিবার নিয়ে ছুটি কাটানোর জন্য ক্ষমা প্রার্থনা করছি আমি।

গত সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত দেশটিতে বনের আগুনের শিকার হয়ে আটজন নিহত হয়েছেন। এছাড়া সাত শতাধিক বসতবাড়ি পুড়ে এবং কয়েক মিলিয়ন হেক্টর এলাকা ঝলসে গেছে।

শুক্রবার সাউথ অস্ট্রেলিয়ার এক শতাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে নিউ সাউথ ওয়েলসে সাত দিনের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের প্রতিনিধি দলের ঢাকা সফর
অস্ট্রেলিয়ায় সমুদ্রে ডুবে মার্কেন্টাইল ব্যাংক কর্মকর্তার মৃত্যু
সিডনিতে শপিং মলে হামলা : প্রত্যক্ষদর্শীদের ভয়াবহ বর্ণনা
সিডনিতে শপিংমলে হামলা, নিহত ৭
X
Fresh