• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পাঁচ বছর বয়সী রুশ শিশুর আয় বছরে ১৫২ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ ডিসেম্বর ২০১৯, ১২:১৩
আনাস্তাসিয়া রাডজিনস্কায়া
ছবি সংগৃহীত

পাঁচ বছরের এক শিশু বছরে ইউটিউব থেকে আয় করে প্রায় ১৫২ কোটি ৮৯ লাখ ৯৫ হাজার টাকা। সম্প্রতি ফোর্বস ম্যাগাজিনের প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে, সবচেয়ে বেশি আয়কারী ইউটিউবারের তালিকায় ঢুকে পড়েছে পাঁচ বছরের আনাস্তাসিয়া রাডজিনস্কায়া। আনাস্তাসিয়া, ইন্টারনেটে ন্যাস্তিয়া নামেও পরিচিত।

ন্যাস্তিয়ার পরিবার অন্তত ছয়টি ইউটিউব চ্যানেল চালায়। যেখানে ন্যাস্তায়ি ও তার বাবা মিলে বিভিন্ন গেম, নার্সারি স্তরের কবিতা আবৃত্তি, ভাল আচরণ সম্পর্কিত ভিডিও আপলোড করে। ইউটিউবে ন্যাস্তিয়ার সবচেয়ে জনপ্রিয় চ্যানেলটির সাবক্রাইবারের সংখ্যা এখন চার কোটি ২৪ লাখের বেশি।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ভারতে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভে গুলিতে নিহত ৩
---------------------------------------------------------------

ফোর্বসের হিসেব অনুযায়ী, গত বছর ছয়টি ইউটিউব চ্যানেল থেকে আয় হয়েছে এক কোটি ৮০ লাখ ডলার (প্রায় ১৫২ কোটি ৮৯ লাখ ৯৫ হাজার টাকা)।

ন্যাস্তিয়ার জন্ম রাশিয়ার ক্রাসনোদার এলাকায়। গত বছর তারা মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যায়। এখন তারা ফ্লোরিডার বাসিন্দা। তাদের জনপ্রিয়তা এমন জায়গায় পৌঁছে গেছে যে বেশ কিছু বড় ব্র্যান্ড প্রচুর টাকার বিনিময়ে ন্যাস্তিয়ার সঙ্গে পার্টানশিপে কাজ করছে। এমনটাই দাবি করেছে কিছু সংবাদমাধ্যম।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, যা বললেন মিশা-ডিপজল
পুলিশের সামনে মিথিলাকে পেটাল ইউটিউবার রাকিব টিম
ছাদ থেকে লাফ দিয়ে ইউটিউবার তরুণ-তরুণীর আত্মহত্যা
শতকোটিপতিদের তালিকায় টেইলর সুইফট
X
Fresh