• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভারতে মরুভূমিতে তুষারপাত!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ ডিসেম্বর ২০১৯, ১৮:২১
রাজস্থান, তুষারপাত
সংগৃহীত

ভারতের রাজস্থানের মরুভূমিতে তুষারপাতের মতো বিরল দৃশ্য চোখে পড়েছে। এখানে এমন ঘটনা প্রথমবারের মতো ঘটলো বলে দাবি দেশটির আবহাওয়া দপ্তরের। খবর জার্মানির গণমাধ্যম ডয়েচে ভেলের।

মরুপ্রধান রাজস্থানে সাধারণত বৃষ্টিই দেখা যায় না। বছরে মাত্র কয়েকদিন এখানকার আকাশে মেঘের দেখা পাওয়া যায়। তাও সব জায়গায় নয়, রাজ্যের কোনও কোনও অংশে।

প্রকৃতপক্ষে রাজস্থানের এত দিনের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি। তাই হঠাৎ তুষারপাত দেখে প্রথমে অবাক হয়ে যান স্থানীয় মানুষ। এরপরই শুরু হয় ছবি তোলার ধুম।

এসব ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড হওয়া মাত্রই ভাইরাল হয়ে যায় বলে উল্লেখ করা হয়েছে জার্মান গণমাধ্যমটির প্রতিবেদনে।

দেশটির আবহাওয়া দপ্তর অবশ্য জানিয়েছে, রাজস্থানে তুষারপাত নয়, শিলাবৃষ্টি হয়েছে। কিন্তু এই বৃষ্টির পরিমাণ বেশি হওয়ায় চারদিক সাদা হয়ে যায়।

দপ্তরটি আরও জানিয়েছে, রাজস্থানে এই ঘটনা আশ্চর্যের। একদিনের এই তুষারপাত আনন্দ নয় দুশ্চিন্তার বিষয়। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে প্রকৃতি বদলে যাওয়ার উৎকৃষ্ট উদাহরণ এটি।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
সমুদ্রের বেআইনি কার্যকলাপ রুখতে যৌথ উদ্যোগ ভারত ও ওমানের
বাতাসেই ভেঙে পড়ল সেতু
X
Fresh