• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

নয়াদিল্লিতে কংগ্রেসের ভারত বাঁচাও সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ ডিসেম্বর ২০১৯, ২০:০৪
ভারত, কংগ্রেস
সংগৃহীত

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস শনিবার নয়াদিল্লির রামলীলা ময়দানে ভারত বাঁচাও সমাবেশ করেছে। খবর স্থানীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার।

দলটির প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী সমাবেশে জনগণকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান। তিনি বলেন, কংগ্রেস পিছু হটবে না এবং শেষ মুহূর্ত পর্যন্ত দেশ ও দেশের গণতন্ত্র বাঁচানোর দায়িত্ব পালন করে যাবে।

সোনিয়া গান্ধী বলেন, দেশে এখন ‘অন্ধের নগরী চৌপাট রাজা’র মতো অবস্থা বিরাজ করছে। সারা দেশের মানুষের একটিই প্রশ্ন কোথায় ‘সবকা সাথ সবকা বিকাশ’?

তিনি বলেন, সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে লড়াই করবে সারা দেশ। কারণ এটি ভারতের হৃদপিণ্ডে আঘাত হেনেছে।

কংগ্রেসের প্রেসিডেন্ট বলেন, অন্যায় সহ্য করা সবচেয়ে বড় অপরাধ। গণতন্ত্র ও সংবিধান রক্ষা করার উপযুক্ত সময় এখন। দেশকে রক্ষা করার সময় এসেছে এবং আমাদের এজন্য কঠোর সংগ্রাম করতে হবে। মোদি-শাহ (ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ) সরকার শুধু সংসদ বা সরকারি প্রতিষ্ঠানগুলোকে কলুষিত করছে না, তারা প্রকৃত বিষয় লুকিয়ে জনগণকে লড়াই করতে বাধ্য করছে। তারা প্রতিদিন সংবিধান লঙ্ঘন করে আবার সংবিধান দিবস উদযাপন করেন।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যোগগুরু রামদেবকে ভারতীয় সুপ্রিম কোর্টের তলব
‘ভারতের আইনশৃঙ্খলার দায়িত্ব এখন নির্বাচন কমিশনের হাতে’
৮ দিনেও দস্যুদের সঙ্গে যোগাযোগ করা যায়নি
বাংলাদেশের জন্য পেঁয়াজ কিনছে ভারত
X
Fresh