• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

চলতি বছরে চতুর্থবারের মতো সৌদি সফরে ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ ডিসেম্বর ২০১৯, ১৭:৪৬
পাকিস্তান, সৌদি আরব
পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শনিবার এক দিনের সফরে সৌদি আরব পৌঁছেছেন। চলতি বছরে এটি তার চতুর্থ সৌদি আরব সফর। খবর স্থানীয় গণমাধ্যম জিও নিউজের।

তিনি একাধিক দ্বিপক্ষীয় বিষয় এবং সৌদি আরবের নেতৃত্বে এই অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা নিয়ে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহাম্মদ ফয়সাল জানান, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং দুই দেশের নেতাদের মধ্যে নিয়মিত মতবিনিময়ের অংশ হলো এই সফর।

এর আগে চলতি বছরের মে, সেপ্টেম্বর ও অক্টোবরে সৌদি আরব সফর করেন ইমরান খান। সৌদি আরবের পক্ষে দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ফেব্রুয়ারিতে পাকিস্তান সফর করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সবশেষ সফরে তিনি ইরান ও সৌদি আরবের মধ্যকার দ্বন্দ্ব নিরসনের জন্য দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গে সাক্ষাৎ করেন।

তিনি আলাদাভাবে প্রতিনিধিদের নিয়ে মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও কথা বলেন। তারা দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক শান্তি ও বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

আরো পড়ুন

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা সৌদির
আবারও নেতৃত্বে ফিরছেন বাবর আজম!
বাংলাদেশের জ্বালানি খাতে ১৪০ কোটি ডলার বিনিয়োগ সৌদির
সৌদি আরবে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
X
Fresh