• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

মহাকাশ থেকে রাতের পৃথিবীর ছবি সম্বলিত বই প্রকাশ নাসার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ ডিসেম্বর ২০১৯, ১৪:৪৬
nasa release new ebook named earth at night
ছবি সংগৃহীত

১৪০ বছর আগে বৈদ্যুতিক বাতির আবিষ্কার বদলে দিয়েছে বিশ্বের অনেক কিছুই। পৃথিবীর বিভিন্ন প্রান্তে রাতের বেলায় যখন জ্বলে যায় আলো, তখন মোহময়ী দেখতে লাগে এই বিশ্বকে। মহাকাশ থেকে রাতের পৃথিবীর দৃশ্য আগেই ক্যামেরা বন্দি করেছিল নাসা। সেইসব ভিডিও আলোড়ন তুলেছিল নেটদুনিয়ায়। এবার রাতের পৃথিবীর ছবি সম্বলিত ২০০ পাতার একটি বই প্রকাশ করেছে নাসা। খবর আনন্দবাজারের।

এই বই প্রকাশের খবর নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে বুধবার জানিয়েছে নাসা। ওই ই-বুকের নাম দেয়া হয়েছে ‘আর্থ অ্যাট নাইট’। ওই বই প্রকাশ করে নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪০ বছর আগে লাইট বাল্বের আবিষ্কারের পর থেকে মানুষ কীভাবে সাজিয়ে তুলেছে রাতের পৃথিবীকে তা রয়েছে এই বইতে। সঙ্গে দুর্লভ ছবি।

নাসার দেয়া তথ্য অনুসারে ২০০ পাতার এই বইতে রয়েছে ১৫০টিরও বেশি ছবি। গত ২৫ বছর ধরে তোলা ছবিগুলো ঠাঁই পেয়েছে এই ই-বুকে। ছবির সঙ্গে রয়েছে ব্যাখ্যাও। কীভাবে বিজ্ঞানীরা রাতের পৃথিবীকে পর্যবেক্ষণ করেছেন সে বর্ণনাও রয়েছে এই বইয়ে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ দুপুর হবে সাময়িক রাত, লাইভ দেখবেন যেভাবে
সোমবার দিনেই নামবে সাময়িক রাত
বছরের প্রথম চন্দ্রগ্রহণ শুরু, যেসব দেশ থেকে দেখা যাচ্ছে
চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ যেদিন
X
Fresh