• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

ইমরানের ভাইপোর বাসায় পুলিশের অভিযান, গ্রেপ্তারের চেষ্টা চলছে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ ডিসেম্বর ২০১৯, ১৯:১৩
পাকিস্তান, ইমরান খান
সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ভাইপো হাসান নিয়াজির বাসায় শুক্রবার অভিযান চালিয়েছে পাঞ্জাব পুলিশ। খবর পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের।

ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) ইনভেস্টিগেশন্স জানান, নিয়াজি বাসায় না থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি। তাকে গ্রেপ্তার করতে অত্যাধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। পুলিশের করা মামলায় তার নাম নেই। কিন্তু পাঞ্জাব ইন্সটিটিউট অব কার্ডিওলজিতে (পিআইসি) হামলাকারী আইনজীবীদের মধ্যে তিনি ছিলেন বলে জানা গেছে।

দুই শতাধিক আইনজীবীদের একটি দল বুধবার হাসপাতালটিতে হামলা ও ভাংচুর করে। এসময় হাসপাতালটির কয়েক ডজন যানবাহনসহ আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। এমনকি আইনজীবীরা পুলিশের একটি ভ্যানে আগুন ধরিয়ে দেয়।

হামলার সময় চিকিৎসকরা রোগীদের ছেড়ে যাওয়া চিকিৎসার অভাবে তিন রোগী প্রাণ হারান। পাঞ্জাব পুলিশ অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জন আইনজীবীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে। এই ঘটনায় ৮১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কয়েক সপ্তাহ আগে পিআইসিতে কয়েকজন আইনজীবীকে মারধর করা হয়। এই মারধরের ভিডিও ভাইরাল হওয়ার পর বুধবার হাসপাতালটিতে প্রতিশোধ নিতে যায় আইনজীবীরা।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৈশ্বিক সমৃদ্ধি সূচকে ভারত-পাকিস্তানকে ছাড়িয়ে বাংলাদেশ
পাকিস্তানে ভারী বৃষ্টি-বজ্রপাতে ৩৯ জনের মৃত্যু
পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মিলনে-অ্যালেন
পাকিস্তানে বিদ্যুৎ গ্রাহকদের গুনতে হচ্ছে অতিরিক্ত ১২৫ বিলিয়ন রুপি
X
Fresh