আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন
১৩ ডিসেম্বর ২০১৯, ১২:৪৬
আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ১৭:৪৯
আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ১৭:৪৯
বিপুল জয়ে ফের ক্ষমতায় কনজারভেটিভ পার্টি

বরিস জনসন (ছবি সংগৃহীত)
আরো পড়ুন: নাগরিকত্ব বিলে ভারতের রাষ্ট্রপতির সই, আইনে পরিণত
--------------------------------------------------------------- কনজারভেটিভ পার্টির জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, নির্বাচনে কনজারভেটিভ পার্টির সংখ্যাগরিষ্ঠতায় তিনি খুব খুশি। তিনি বলেন, এই নির্বাচন ব্রিটেনের মানুষের জন্য একটি স্পষ্ট প্রশ্ন ছিল। সেটি হচ্ছে, তারা ব্রেক্সিট চায় কিনা। তারা এটাও বুঝতে পেরেছে যে কনজারভেটিভ পার্টি জয়লাভ করলে ব্রেক্সিট হবে। অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে লেবার পার্টি নির্বাচনে এতোটা খারাপ কখনও করেনি। এরই মধ্যে লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেছেন, আগামী নির্বাচনে তিনি দলের নেতৃত্ব দেবেন না। তবে তিনি এখন পদত্যাগ করছেন না; আরও কিছু সময় দলের নেতৃত্বে থাকবেন আলোচনা চালিয়ে যাবার জন্য। তিনি বলেন, লেবার পার্টির জন্য এটি হতাশার রাত। তিনি সহযোগিতার জন্য ভোটার, পরিবার ও বন্ধুদের ধন্যবাদ জানিয়েছেন। তবে নির্বাচনে তার দল পরাজিত হলেও নিজের আসনে জয়লাভ করেছেন করবিন। এ/পি