• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

টানা তিনবার জয়ী হলেন টিউলিপ সিদ্দিক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ ডিসেম্বর ২০১৯, ১১:২৬
টিউলিপ সিদ্দিক
টিউলিপ সিদ্দিক (ছবি সংগৃহীত)

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে টানা তৃতীয়বারের মতো জয় পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক।

লন্ডনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন থেকে জয়ী হন লেবার দলের প্রার্থী টিউলিপ। নির্বাচনে তিনি ২৮ হাজার ৮০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের জনি লাক পেয়েছেন ১৩ হাজার ৮৯২ ভোট।

২০১৫ সালে প্রথমবার এমপি নির্বাচিত হন টিউলিপ। দুই বছর পর ২০১৭ সালের নির্বাচনেও জয় পান তিনি। তবে প্রথম দুইবারের তুলনায় এবার বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ।

উল্লেখ্য, যুক্তরাজ্যে ৫ বছর পর পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু ব্রেক্সিট নিয়ে জটিলতায় গত পাঁচ বছরেরও কম সময়ে দেশটিতে তিনটি নির্বাচন হলো।

---------------------------------------------------------------
আরো পড়ুন: যুক্তরাজ্যের নির্বাচনে বাংলাদেশি রুপা হকের হ্যাট্রিক জয়
---------------------------------------------------------------

এদিকে বিবিসির বুথ ফেরত জরিপ অনুযায়ী ক্ষমতাসীন কনজারভেটিভ বা টোরি পার্টিই সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে এগিয়ে আছে। এ জরিপ অনুযায়ী সব আসনের ভোট গণনা শেষ হলে টোরিরা ৩৬৮টি আসনে জয়ী হবার সম্ভাবনা রয়েছে; যা ২০১৭ সালের নির্বাচনে প্রাপ্ত আসনের চেয়ে ৫০টি বেশি।

অন্যদিকে লেবার পার্টি ১৯১টি, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি ১৩ ও এসএনপি ৫৫টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা আছে।

এ/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ড. ইউনূস ইউনেস্কোর পুরস্কার পাননি: শিক্ষামন্ত্রী
ফিলিস্তিনের কাছে ৫ গোলে বিধ্বস্ত বাংলাদেশ
লড়াই চলবে, জনগণ বিজয়ী হবেই : মান্না
প্রেসিডেন্ট নির্বাচনে আবারও ‘বিপুল ভোটে’ জয়ী পুতিন
X
Fresh