• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাজ্যের নির্বাচনে বাংলাদেশি রুপা হকের হ্যাট্রিক জয়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ ডিসেম্বর ২০১৯, ১০:৩৭
যুক্তরাজ্যের নির্বাচনে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত বাংলাদেশি রুপা হক
রুপা হক

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসন থেকে বাংলাদেশি বংশোদ্ভূত লেবার পার্টির প্রার্থী রুপা হক নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি তৃতীয়বারের মতো নির্বাচিত হলেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়।

১৯৭২ সালে লন্ডনের ইলিংয়ে জন্ম নেওয়া রুপা হকের পৈত্রিক বাড়ি পাবনা জেলায়। তিনি অধ্যাপনার পাশাপাশি লেখালেখির সঙ্গেও জড়িত রয়েছেন। লেখালেখির জন্য তিনি বেশ খ্যাতি অর্জন করেছেন। ব্রিটেনের শীর্ষস্থানীয় দৈনিক গার্ডিয়ান, সানডে ও অবজারভার পত্রিকায় নিয়মিত কলাম লেখেন।

উল্লেখ্য, যুক্তরাজ্যে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন নয় জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। যাদের মধ্যে সাত জনই নারী। বিরোধী লেবার পার্টি থেকে লড়েছেন সর্বোচ্চ সাত জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। লিবারেল ডেমোক্র্যাট ও কনজারভেটিভ পার্টি থেকে এক জন করে বাংলাদেশি বংশোদ্ভূত এই নির্বাচনে অংশ নিয়েছেন।

আরো পড়ুন

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিকটক ট্রলে দুর্বিষহ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি নারীদের জীবন
‘যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের চেয়েও বেশি খাবার নষ্ট করে বাংলাদেশিরা’
যুক্তরাজ্যের পথে রাষ্ট্রপতি
যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩ হাজার কোটি টাকার সম্পদ
X
Fresh