• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ব্রিটিশ নির্বাচন

বুথ ফেরত জরিপে এগিয়ে বরিস জনসনের দল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ ডিসেম্বর ২০১৯, ০৮:৫৪
বরিস জনসন
ভোট দিয়ে বের হয়ে আসছেন কনজারভেটিভ পার্টির নেতা বরিস জনসন

বিবিসির বুথ ফেরত জরিপ অনুযায়ী ক্ষমতাসীন কনজারভেটিভ বা টোরি পার্টিই সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে এগিয়ে আছে। এ জরিপ অনুযায়ী সব আসনের ভোট গণনা শেষ হলে টোরিরা ৩৬৮টি আসনে জয়ী হবার সম্ভাবনা রয়েছে; যা ২০১৭ সালের নির্বাচনে প্রাপ্ত আসনের চেয়ে ৫০টি বেশি।

অন্যদিকে লেবার পার্টি ১৯১টি, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি ১৩ ও এসএনপি ৫৫টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা আছে।

ব্রিটেনের স্থানীয় সময় মধ্যরাতের আগেই নির্বাচনের ফলগুলো এসে পৌঁছাবে কিন্তু চূড়ান্ত ফল শুক্রবার দুপুরের মধ্যে জানা যাবে বলে আশা করা হচ্ছে।

এদিকে এখন পর্যন্ত ১০৭টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। সেখানে বরিস জনসনের নেতৃত্বে কনজারভেটিভ পার্টি পেয়েছে ৪৮টি আসন এবং জেরেমি করবিনের নেতৃত্বে লেবার পার্টি পেয়েছে ৪৭টি আসন। তবে কনসারভেটিভ পার্টির প্রাপ্ত ভোট ৪০.৫ শতাংশ এবং লেবার পার্টির প্রাপ্ত ভোট ৩৭.৬ শতাংশ। এছাড়া স্কটিশ ন্যাশনাল পার্টি পেয়েছে ৬টি আসন।

উল্লেখ্য, যুক্তরাজ্যে প্রায় ১০০ বছরের ইতিহাসে এই প্রথম ডিসেম্বর মাসে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এবার চার কোটি ৬০ লাখ ভোটার ৬৫০ জন সংসদ সদস্য নির্বাচন করবে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনগণের ভোট বর্জন ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে : ১২ দল 
X
Fresh