• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ব্রিটেনে নির্বাচন আজ, জয়ের আশায় লেবার পার্টি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৬
ব্রিটেনে নির্বাচন আজ, জয়ের আশায় লেবার পার্টি
বরিস জনসন ও জেরেমি করবিন(ডানে) ছবি: সংগৃহীত

ব্রিটেনে বহুল আকাঙ্ক্ষিত সাধারণ নির্বাচন আজ। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টায় শুরু হয়ে রাত ১০ টায় ভোটগ্রহণ শেষ হবে। এরপর দায়িত্ব কে নিতে যাচ্ছেন বরিস, করবিন নাকি অন্য কেউ তা জানতে অপেক্ষা করতে হবে শুক্রবার পর্যন্ত।

আজকের নির্বাচনের মাধ্যমেই জানা যাবে দেশটির ভবিষ্যৎ। কেবল ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকাই এর মাধ্যমে নির্ধারিত হবে না, দেশটির অর্থনৈতিক অগ্রগতির ভালো-মন্দও জানা যাবে আজকের নির্বাচনের ফলাফলে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ইইউ ছাড়লে ব্রিটেনের অর্থনৈতিক পরিস্থিতি খারাপের দিকে যাবে।

গতকাল পর্যন্ত বিভিন্ন সংস্থার জরিপে দেখা গেছে, ক্ষমতাসীন কনজারভেটিভ বা টোরি দল সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। তবে আশা ছাড়ছে না লেবার পার্টিও। কোনও দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে আশঙ্কা আছে ঝুলন্ত পার্লামেন্টেরও।

আরো পড়ুন

এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রিটেনে গির্জাকে ১০০ বিলিয়ন পাউন্ড ‘জরিমানা’
ব্রিটেনের রাজা চার্লসের ক্যানসার
শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন ব্রিটিশ এমপিরা
X
Fresh