• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

​আসামের গুয়াহাটিতে কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ ডিসেম্বর ২০১৯, ১৮:৫৫
গুয়াহাটি, কারফিউ
সংগৃহীত

ভারতে আসামের গুয়াহাটিতে কারফিউ জারি করা হয়েছে এবং রাজ্যটির দশটি জেলায় স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সাতটা থেকে মোবাইল ইন্টারনেট সার্ভিস স্থগিত থাকবে।

রাজ্যটিতে নাগরিকত্ব (সংশোধনী) বিলের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভে অংশগ্রহণকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর এই দুই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম এনডিটিভি।

এদিন বিক্ষোভকারীরা গুয়াহাটি এয়ারপোর্টে আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে আটকে রাখেন। তবে তার নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মী তাকে নিরাপদে এখান থেকে নিয়ে যান।

অবাক করা ব্যাপার হলো কোনও রাজনৈতিক দল বা ছাত্র সংগঠন এই বিক্ষোভের ডাক দেয়নি। কিন্তু এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

গুয়াহাটির বিভিন্ন জায়গায় অবস্থান নেয়া বিক্ষোভকারীদের ওপর ব্ল্যাংক শট, টিয়ার গ্যাস শেল ছোড়ে এবং লাঠিচার্জ করে পুলিশ। এসব বিক্ষোভকারীর বেশির ভাগই শিক্ষার্থী।

কয়েক হাজার বিক্ষোভকারী রাজ্যটির রাজধানী দিসপুরে যাওয়ার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর বাধার মুখে পড়ে। ছাত্রনেতাদের মতে, সেক্রেটারিয়েটের সামনে অনেক বিক্ষোভকারীকে আহত করেছে পুলিশ।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব!
বিএনপির ভারত বর্জন কর্মসূচির কারণ জানালেন নাছিম
ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার
X
Fresh