• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নিজ দেশের কিছু দল পাকিস্তানের সুরে কথা বলছে: মোদি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ ডিসেম্বর ২০১৯, ১৮:২৯
নাগরিকত্ব সংশোধনী বিল, নরেন্দ্র মোদি
ভারতের গণমাধ্যম আনন্দবাজার

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ভারতের কিছু রাজনৈতিক দল পাকিস্তানের সুরে কথা বলছে বলে মন্তব্য করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদীয় দলের এক বৈঠকে এই মন্তব্য করেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার।

নরেন্দ্র মোদি বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অথচ কিছু দল এটি নিয়ে পাকিস্তানের ভাষায় কথা বলছে।

তিনি বলেন, ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে ভারতে আশ্রয় নেয়া সংখ্যালঘুদেরকে এই বিল স্থায়ীভাবে স্বস্তি দেবে। এটি তাদের জীবনে যে স্বস্তি নিয়ে আসবে, তা অপরিমেয়।

মঙ্গলবার পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী। এর ফলে ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক চুক্তিও লঙ্ঘিত হয়েছে।

এই বিলের বিষয়ে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের বক্তব্য হলো, এটি বৈষম্যমূলক এবং সংবিধানের সমানাধিকার ও ধর্মনিরপেক্ষতার বিরোধী।

দলটি ২০১৫ সালের আগে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে আসা যাওয়া মুসলমানদেরকেও নাগরিকত্ব দেয়ার দাবি তুলেছে।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাহিনের চোখে টি-টোয়েন্টির ব্র্যাডম্যান রিজওয়ান
৮৩৭ আফগান শরণার্থীকে ফেরত পাঠাল পাকিস্তান
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
X
Fresh