• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মসজিদে নামাজ পড়লে ফি দিতে হবে ইয়েমেনিদের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ ডিসেম্বর ২০১৯, ১৩:৫৪
yemeni to pay if wants to Pray in mosque
ছবি সংগৃহীত

ইয়েমেনের রাজধানী সানার একটি মসজিদের এক নোটিশে বলা হয়েছে, সেখানে নামাজ পড়লে মুসল্লিদের ফি দিতে হবে। সম্প্রতি এমনই এক নোটিশ জারি করেছে হুথি বিদ্রোহীরা। আর ওই নির্দেশনা সম্বলিত নোটিশটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

ওই নোটিশে বলা হয়েছে, ফজরের নামাজ পড়তে মসজিদে এলে ১০০ ইয়েমেনি রিয়াল দিতে হবে। তবে জুম’আর নামাজসহ পুরো সপ্তাহের সব নামাজ আদায়কারীকে ৫০ ইয়েমেনি রিয়াল ফি দিতে বলা হয়েছে।

এছাড়া রমজান মাসে তারাবিহ নামাজ আদায় করলে ১০০ ইয়েমেনি রিয়াল ফি দিতে হবে বলেও জানানো হয়েছে ওই নোটিশে। তবে মাসিক চার হাজার ইয়েমেনি রিয়াল দিয়ে পুরো মাস নিয়মিত মসজিদে নামাজ আদায় করতে পারবেন একজন মুসল্লি।

ওই মসজিদের হুথি সুপারভাইজার এমন অযৌক্তিক পদক্ষেপের পক্ষে সাফাই গেয়ে বলেন, মসজিদ পরিচালনায় বিদ্যুৎ ও পানি বিলসহ বিভিন্ন বিল দিতে হয়।

মসজিদটির ওই নোটিশের পর ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। ইয়েমেনের তথ্যমন্ত্রী মুয়াম্মার আল-এরানি ওই পদক্ষেপের সমালোচনা করে বলেন, ‘ইতিহাসের কোনও পর্যায়ে এমন ঘটনা ঘটেনি।’

উল্লেখ্য, ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হলে ২০১৪ সালে রাজধানী সানাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নেয় হুথি বিদ্রোহীরা। পরবর্তীতে সৌদি নেতৃত্বাধীন জোটে হুথিদের বিরুদ্ধে লড়াই শুরু করে। ভয়াবহ এই যুদ্ধে এখন পর্যন্ত ৯১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরিশালে মসজিদে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
সেহরিতে মসজিদের মাইকে অনবরত ডাকাডাকি, যা বললেন আহমাদুল্লাহ 
‘ফিডার খাইয়ে কোলে করে ক্ষমতায় বসিয়ে দেওয়া হবে, ভেবেছিল বিএনপি’
আবারও নেতৃত্বে ফিরছেন বাবর আজম!
X
Fresh