• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নাগরিকত্ব বিল নিয়ে উত্তপ্ত আসাম, রাস্তায় নগ্ন হয়ে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ ডিসেম্বর ২০১৯, ১১:২৯
over citizenship amendment bill massive protest in assam
ছবি সংগৃহীত

ভারতের লোকসভায় সোমবার পাস হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। আর সেই বিলের প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে উঠছে উত্তর-পূর্ব রাজ্য আসামের পরিস্থিতি। বিলটির প্রতিবাদে আসামজুড়ে ডাকা বনধে সর্বাত্মক সাড়াও মিলেছে। মঙ্গলবার সকাল থেকে গুয়াহাটি, ডিব্রুগড়সহ আসামের বিভিন্ন জায়গায় দোকানপাট বন্ধ ছিল। প্রতিবাদ-বিক্ষোভেও শামিল হয়েছে বিভিন্ন সংগঠন। এমনকি বহু মানুষ নগ্ন হয়েও রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে।

আসামে পরিস্থিতি ক্রমেই হাতের বাইরে চলে যাচ্ছে। মঙ্গলবার বিক্ষোভকারীদের রোষের মুখে পড়েন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোওয়াল। গুয়াহাটির বিজেপি সাংসদ কুইন ওঝার বাড়িতেও ভাঙচুর চালিয়ে বাড়ির উঠানেই তার কুশপুতুল পোড়ায় জনতা। নর্থ ইস্ট স্টুডেন্টস ইউনিয়ন এই বিলের প্রতিবাদে অনির্দিষ্টকালের বনধ ডেকেছে। সেই বনধের দ্বিতীয় দিনে গোলঘাট, তিনসুকিয়া, ডিব্রুগড়ের মতো জেলাগুলোতে মারাত্মক প্রভাব পড়েছে।

বিপাকে পড়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রীও। মঙ্গলবার গুয়াহাটিতে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী সনোওয়াল। কিন্তু মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে প্রতিবাদ-বিক্ষোভের আশঙ্কায় তার যাত্রাপথ বদলাতে হয়েছে। তবে আসামের মানুষকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন তিনি।

এদিকে শুধু আসাম নয়, ত্রিপুরা, মণিপুর ও অরুণাচলেও চলছে বিক্ষোভ। তবে পরিস্থিতি যে হাতের বাইরে যেতে পারে, তার আশঙ্কা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। আর তাই সোমবার সংসদে বিল পেশের সময় তিনি বলেন, স্থানীয় মানুষেরই স্বার্থ দেখা হবে, তাই এই বিক্ষোভ দেখানোর কোনও প্রয়োজন নেই। কিন্তু অমিতের কথা যে কেউ কানে তোলেননি, তা এদিনের বিক্ষোভ থেকেই স্পষ্ট।

আরো পড়ুন

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাহজাদপুরে এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে হত্যা : প্রধান আসামি গ্রেপ্তার
সেনবাগে কলেজছাত্র শাওন হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার
১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি ২২ বছর পর গ্রেপ্তার
পুলিশের ঘুষিতে আসামি নিহত
X
Fresh