• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রে বন্দুকযুদ্ধে পুলিশসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ ডিসেম্বর ২০১৯, ০৯:০০
6 people killed in gun battle in US
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউজার্সির জার্সি শহরের বন্দুকযুদ্ধের ঘটনায় এক পুলিশ ও দুই বন্দুকধারীসহ ছয়জন নিহত হয়েছে। সেখানকার কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েক ঘণ্টা ভারী গোলাগুলির শব্দ শোনা যায়। খবর আল-জাজিরার।

জার্সি শহরের পুলিশ প্রধান মাইকেল কেলি বলেছেন, নিহত ছয়জনের মধ্যে দুজন সন্দেহভাজন হামলাকারীও রয়েছে।

কেলি বলেন, শহরের দুই স্থানে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। প্রথমে একটি কবরস্থানে গোলাগুলি শুরু হলে এক পুলিশ কর্মকর্তা গুলিবদ্ধ হয়ে মারা যান।পরে একটি কোশের সুপারমার্কেটে বন্দুকযুদ্ধ হলে আরও পাঁচজনের মৃতদেহ পাওয়া যায়।

জার্সি শহরের এই পুলিশ প্রধান আরও বলেন, হামলাকারীদের সঙ্গে পুলিশের কয়েক ঘণ্টা ধরে বন্দুকযুদ্ধ চলে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: পাথরের মতো মুখ করে বসে ছিলেন সু চি
---------------------------------------------------------------

কী কারণে ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে তা বলেননি কেলি। তবে তিনি বলেন, তার বিশ্বাস নিহত ওই অফিসার কিছু ‘খারাপ লোককে’ নিবৃত্ত করার চেষ্টা করছিলেন।

সিটি পাবলিক সেফটি ডিরেক্টর জেমস শেয়া বলেছেন, আমাদের বিশ্বাস এটি কোনও সন্ত্রাসী হামলা নয়। তবে পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে ওই বন্দুকযুদ্ধের ঘটনায় আরও দুজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। আহত ওই দুই পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
ইরানের হামলার জবাব কীভাবে দেবে ইসরায়েল, জানাল যুক্তরাষ্ট্র
X
Fresh