• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

রোহিঙ্গা গণহত্যার শুনানি শুরু আজ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ ডিসেম্বর ২০১৯, ০৯:২৬
আন্তর্জাতিক বিচার আদালত
ফাইল ছবি

রাখাইনে মুসলিম রোহিঙ্গাদের গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আজ আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) শুনানি শুরু হচ্ছে। আফ্রিকার দেশ গাম্বিয়ার করা মামলাটির শুনানি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়। প্রথমদিনের শুনানি চলবে রাত ৮টা পর্যন্ত। তিনদিনের শুনানি আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

মিয়ানমার সরকারের পক্ষে সাফাই দিতে ইতোমধ্যেই নেদারল্যান্ডসের দ্য হেগে পৌঁছেছেন দেশটির রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি। তিনি মিয়ানমারের পক্ষে সব প্রশ্নের জবাব দেবেন।

দ্য হেগের পিস প্যালেসে অনুষ্ঠিত এই শুনানিতে ১৬ সদস্যের বিচারিক প্যানেল রয়েছে। মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে গত ১১ নভেম্বর দেশটির বিরুদ্ধে ওআইসির পক্ষে মামলাটি করে গাম্বিয়া। রাখাইনে রোহিঙ্গাদের গণহত্যার অভিযোগে ৪৬ পৃষ্ঠার প্রতিবেদনও জমা দেয় আফ্রিকান দেশটি।

উল্লেখ্য, ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনে স্বাক্ষর করেছে গাম্বিয়া।

---------------------------------------------------------------
আরো পড়ুন: মধ্যরাতে লোকসভায় নাগরিকত্ব বিল পাস
---------------------------------------------------------------

এদিকে শুনানি শুরুর একদিন আগে বিশ্বজুড়ে ‘বয়কট মিয়ানমার’ প্রচারণা শুরু করেছে রোহিঙ্গা-সমর্থিত মানবাধিকার সংগঠনগুলো। সোমবার এক বিবৃতিতে দ্য ফ্রি রোহিঙ্গা কোয়ালিশন জানায়, মিয়ানমার বয়কটের ডাক দিয়েছে ১০ দেশের ৩০টি মানবাধিকার সংগঠন।

অন্যদিকে মানবতার স্বার্থে গাম্বিয়াকে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছে নেদারল্যান্ডস ও কানাডা। সহযোগিতা করবে বাংলাদেশও। এ লক্ষ্যে সোমবার দ্য হেগের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র সচিব শহীদুল হকের নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধিদল। প্রতিনিধি দলটি গাম্বিয়াকে তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতা করবে। এই দলে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের তিনজন প্রতিনিধিও রয়েছেন।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিপু-প্রীতি হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জগঠনের শুনানি পেছাল
যুথীর জামিন আবেদনের শুনানি নিতে হাইকোর্টের অপারগতা প্রকাশ
প্রতিবন্ধীদের জন্য প্রাথমিকের ১১৭ পদ সংরক্ষণের নির্দেশ
ড. ইউনূসের সাজা স্থগিত প্রশ্নে হাইকোর্টে শুনানি
X
Fresh