• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ভারতে মালিককে লেখা চোরের চিঠি, তুই খুব কিপটে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ ডিসেম্বর ২০১৯, ১৭:১১
ভারত, মধ্যপ্রদেশ
ভারতের গণমাধ্যম আনন্দবাজার

ভারতের মধ্যপ্রদেশের পরবেশ সোনি নামের এক ইঞ্জিনিয়ারের বাসায় চুরি করতে এসে কিছুই না পেয়ে তার উদ্দেশে লেখা একটি চিঠিতে চোর লিখে গেছে, তুই খুব কিপটে। খবর ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের।

সোনি সপ্তাহের শুরুতে রাজ্যটির শাজাপুর জেলার আদর্শ নাগিন নগরে তার বাসায় ছিলেন না। এসময় এক রাতে আসে চোর। অনেক কষ্টে সদর দরজা ভেঙে ঘরে ঢুকলেও চুরি করার মতো মূল্যবান কিছুই পায়নি চোর।

বৃহস্পতিবার কাজের লোক এসে দেখে বাসার জিনিসপত্র ছড়ানো-ছিটানো। ড্রয়িং রুমের কফি টেবিলে পড়ে আছে একটি চিঠি। এতে লেখা, তুই খুব কিপটে, দরজা ভাঙার পারিশ্রমিকও পেলাম না। রাতটাই বরবাদ হলো।

ইঞ্জিনিয়ার সোনি কাজের জন্য বাইরে অবস্থান করায় তার বাসার কাজের লোক বিষয়টি স্থানীয় পুলিশকে জানায়। চিঠিতে চোরের হাতের লেখা এবং সিসিটিভি ফুটেজ দেখে তাকে ধরার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আরো পড়ুন

কে/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ভারতের লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু 
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত
X
Fresh