• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

জলবায়ু পরিবর্তনের কারণে পাখির দেহের আকার কমছে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ ডিসেম্বর ২০১৯, ১৬:১৬
জলবায়ু পরিবর্তন, পশুপাখি
যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি

জলবায়ু পরিবর্তনের কারণে পাখির দেহের আকার কমছে বলে এক নতুন গবেষণায় উঠে এসেছে। খবর যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসির।

গবেষকরা গত ৪০ বছর ধরে সংগ্রহ করা উত্তর আমেরিকার ৫২ প্রজাতির অতিথি পাখির ৭০ হাজার ৭১৬টি নমুনা বিশ্লেষণ করেছেন।

গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, এসব পাখি ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরের বিভিন্ন ভবনের সঙ্গে সংঘর্ষের ফলে মারা গেছে।

গবেষণাপত্রটির লেখকরা জানান, জলবায়ু পরিবর্তনের সঙ্গে পশুপাখিরা কিভাবে নিজেদেরকে মানিয়ে নিতে পারে তা বুঝতে গবেষণাটি করা হয়।

এই গবেষণাপত্রের প্রধান লেখক ব্রিয়ান উইকস বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে পশুপাখির বেশির ভাগ প্রজাতির আকার কমে যাচ্ছে।

তিনি বলেন, বিচিত্রতা থাকলেও এদের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে একইভাবে। এদের আকার কমায় ধারাবাহিকতা দেখা গেছে।

এই গবেষণায় দেখা গেছে, ১৯৭৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত সময়ে পাখিদের দেহের আকার ২.৪% কমেছে এবং ডানার দৈর্ঘ্য ১.৩% বেড়েছে।

এ থেকে একটি স্পষ্ট হচ্ছে যে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে একদিকে পাখিদের দেহের আকার কমছে, অন্যদিকে এদের ডানার দৈর্ঘ্য বাড়ছে।

ব্রিয়ান উইকস যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানের স্কুল ফর এনভায়রনমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেদারের ব্যাগ হাতে ছবি তুলে তোপের মুখে আলিয়া
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পর্যাপ্ত অর্থ দেবে জাতিসংঘ 
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তহবিল জোগানের বিকল্প নেই : পররাষ্ট্রমন্ত্রী
X
Fresh