• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

যুক্তরাষ্ট্রে ফেসবুকে সাদা গাড়িতে করে অপহরণের গুজব

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ ডিসেম্বর ২০১৯, ১২:১৭
ফেসবুক, গুজব
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন

যুক্তরাষ্ট্রে বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সাহায্যে গুজব ছড়ানো হচ্ছে এবং এটি নিয়ে দেশটির সবাই আতঙ্কিত। খবর যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় গণমাধ্যম সিএনএনের।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে একটি গুজব ছড়িয়ে পড়েছে যে অপহরণকারীরা মেয়েদের অপহরণ করতে সাদা রঙের গাড়ি ব্যবহার করছে। দেশটির সব জায়গায় এমনটি দেখা যাচ্ছে।

অপহরণ করার পর এসব মেয়েকে যৌনকর্মী হিসেবে বা তাদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করে দেয়া হচ্ছে। গত কয়েক সপ্তাহে ফেসবুকে ছড়িয়ে পড়া একাধিক পোস্টে এই দাবি করা হয়েছে।

ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরের মেয়র বের্নার্ড জ্যাক ইয়ং সোমবার এক টিভি সাক্ষাৎকারে বলেন, সাদা রঙের গাড়ির কাছে গাড়ি পার্ক করবেন না। আপনার ফোন সবসময় সঙ্গে রাখুন।

---------------------------------------------------------------
আরো পড়ুন: প্লাস্টিক দূষণের কারণে কয়েক লাখ সামুদ্রিক কাঁকড়ার মৃত্যু
---------------------------------------------------------------

তিনি জানান, এই ধরনের কথা তাকে বাল্টিমোর পুলিশের পক্ষ থেকে বলা হয়নি। তিনি এসব কথা জেনেছেন ফেসবুক থেকে। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে এভাবে গুজব ছড়ানো হচ্ছে।

বাল্টিমোর পুলিশ ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ জ্যাবলো মঙ্গলবার সিএনএন বিজনেসকে জানান, তারা এই ধরনের ফেসবুক পোস্টের বিষয়ে জানেন কিন্তু এখনও এমন কোনও ঘটনার খবর পায়নি।

গণমাধ্যমটি জানায়, গত কয়েক সপ্তাহে কয়েক হাজারবার এই ধরনের ফেসবুক পোস্ট শেয়ার করা হয়েছে। সম্ভবত কয়েক মিলিয়ন মানুষ এগুলো দেখেছে। প্রকৃতপক্ষে এমন কোনও ঘটনা ঘটেনি।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে চেষ্টা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’
যুক্তরাষ্ট্রে সেতু দুর্ঘটনা : দুই মরদেহ উদ্ধার
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় শিল্পী সমিতির সদস্যপদ বাতিল করলেন নিপুণ
X
Fresh