• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মৌরিতানিয়ায় নৌকাডুবিতে ৫৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ ডিসেম্বর ২০১৯, ১৭:০৪
মৌরিতানিয়া, নৌকাডুবি
ফাইল ফটো

পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ায় কয়েক ডজন অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ায় নারী ও শিশুসহ কমপক্ষে ৫৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)। খবর কাতারের গণমাধ্যম আল জাজিরার।

আইওএম জানায়, ২৭ নভেম্বর গাম্বিয়া থেকে রওনা হয়ে মৌরিতানিয়াগামী নৌকাটিতে কমপক্ষে ১৫০ জন অভিবাসী ছিল। তাদের মধ্যে ৮৩ জন সাঁতরে কূলে উঠতে পেরেছে। তাদেরকে সব ধরনের সহযোগিতা দিয়েছে উত্তরাঞ্চলীয় নৌয়াধিবৌ শহরের কর্তৃপক্ষ।

আইওএম এর লিওনার্ড ডয়লে জানান, সমুদ্রযাত্রার জন্য অনুপযোগী এই নৌকায় ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিল। তিনি আল জাজিরাকে বলেন, একটা বিষয় স্পষ্ট যে বিভিন্ন দেশের উন্নত জীবন প্রত্যাশীদের কাছ থেকে অর্থ নিয়ে তাদেরকে ঠকাচ্ছে পাচারকারীরা।

গণমাধ্যমটিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এই দুর্ঘটনায় আহতদেরকে নৌয়াধিবৌর হাসপাতালে নেয়া হয়েছে। তবে আহত ও নিখোঁজদের সংখ্যা জানা যায়নি। এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি গাম্বিয়া কর্তৃপক্ষ। দেশটির অনেক মানুষ উন্নত জীবনের আশায় ইউরোপে পাড়ি দেয়।

আরো পড়ুন

কে/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোজাম্বিক উপকূলে নৌকাডুবি, ৯০ জনেরও বেশি নিহত
ট্রলারডুবি : কনস্টেবলসহ দুজনের মরদেহ উদ্ধার
মৌরিতানিয়ার রাষ্ট্রপতির নিকট বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূতের প্রত্যয়নপত্র পেশ
সেনেগালে নৌকাডুবিতে অন্তত ২০ অভিবাসীর মৃত্যু
X
Fresh