• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চালু হয়েছে দুবাই এয়ারপোর্ট

অনলাইন ডেস্ক
  ০৪ আগস্ট ২০১৬, ১৫:২৫

প্রায় ছয় ঘন্টা বন্ধ থাকার পর কার্যক্রম শুরু করেছে দুবাই এয়ারপোর্ট। আল-জারিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এমিরেটস এয়ারলাইন্সের বিমানে আগুন লাগার ঘটনায় তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছিল। বাতিল করা হয়েছিল ২২ দেশে ফ্লাইট।

বুধবার স্থানীয় সময় দুপুর পৌনে একটায় দুর্ঘটনার কবলে পড়ে এমিরেটসের যাত্রীবাহী বিমান। জরুরি অবতরণের কারণে আগুন ধরে যায় বিমানটিতে।

বিমানে ২৮২ জন যাত্রী এবং ১৮ জন ক্রু ছিলেন। সবাইকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়।

এমিরেটসের পক্ষ থেকে টুইটে জানানো হয়, আমাদের প্রধান সম্পদ নিরাপদে আছে এবং সব ঠিকঠাক আছে।

অন্যদিকে বিমানের আগুন নেভাতে গিয়ে একজন ফায়ার সার্ভিসকর্মী মারা যান।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh