• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

তিউনিসিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ ডিসেম্বর ২০১৯, ১৩:০৫
At least 24 killed in Tunisia bus crash
ছবি সংগৃহীত

তিউনিসিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে একটি বাস খাদে পড়ে গেলে কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। রোববার দেশটির উত্তরাঞ্চলীয় শহর আমদৌনে এই ঘটনা ঘটে।

তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দুর্ঘটনার সময় প্রচণ্ড বাতাস ছিল। বাসটি বাঁক নিতে গেলে চালক ব্যর্থ হন এবং সেটি একটি খাদে পড়ে যায়।

ওই বাসটিতে ৪৩ জন আরোহী ছিল বলে জানিয়েছে তিউনিসিয়ার কর্মকর্তারা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র চোকরি নাফতি বলেছেন, এই ঘটনায় ১৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে আমদৌন ও বেজা শহরের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর গুরুতর আহতদের তিউনিসের বিশেষায়িত হাসপাতালে নেয়া হয়।

এদিকে দুর্ঘটনার খোঁজখবর রাখছেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ ও প্রধানমন্ত্রী ইউসেফ চাহেদ।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তিউনিসের ১৮৫ কিলোমিটার পশ্চিমে জনপ্রিয় পর্যটকস্থল আইন দ্রাহামে যাচ্ছিল ওই বাসটি। পর্বতময় এলাকায় পর্যটকদের কাছে খুব জনপ্রিয় হলেও সেখানকার অবকাঠামো ব্যবস্থা খুবই বাজে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত বেড়ে ১৫
ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত বেড়ে ১৪
ফরিদপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১
আন্ডারপাসের ছাদের সঙ্গে আটকে গেল পিকনিকের বাস, শিশু নিহত
X
Fresh